স্পোর্টস ডেস্কঃ চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিত রান করছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার নতুন মাইলফলকও ছুঁয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে একমাত্র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৮ হাজার রান স্পর্শ করেছেন।
আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭৯৯১ রান নিয়ে ব্যাটিংটা শুরু করেন তামিম। প্রথম বাংলাদেশি হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৮ হাজারের মাইলফলক ছুঁতে তাঁর লেগেছে ১৭ বল। পঞ্চম ওভারের চতুর্থ বলে শেখ মেহেদী হাসানকে চার মেরে তামিম পৌঁছে যান ৭৯৯৯-এ। ২ বল পর তামিম ছুঁয়েছেন সেই মাইলফলক। ওভারের শেষ বলে বাংলাদেশের তারকা ওপেনার স্ট্রেইট ড্রাইভে শেখ মেহেদী হাসানকে চার মেরে টি-টোয়েন্টিতে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। বাংলাদেশের প্রথম ও বিশ্বের ৩৪তম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৮ হাজার রান করেছেন তামিম।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে তামিম ইকবাল এখন পর্যন্ত খেলেছেন ২৭২টি ম্যাচ এবং ২৭১ ইনিংসে ব্যাট করেছেন। ৩২.৯১ গড়ে তার মোট রান ৮,০৩১, যেখানে স্ট্রাইক রেট ১২১.২৭। চারটি শতক রয়েছে তার ঝুলিতে। বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ১,৭০১ রান করেছেন তামিম। বিপিএলে তার রানসংখ্যা ৩,৫৮৩, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ফরচুন বরিশালের হয়ে করেছেন ৯৭৭ রান এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তার সংগ্রহ ৬০৫ রান। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তামিমের পরেই রয়েছেন সাকিব আল হাসান, যার রান ৭,৪৩৮। তৃতীয় স্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, যার সংগ্রহ ৬,০৯০ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০