স্পোর্টস ডেস্কঃঃ শ্রীলঙ্কা সফরের জন্য ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই সফরের সময় দ্বিতীয় সন্তানের বাবা হবেন প্যাট কামিন্স। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে তাঁকে পিতৃত্বকালীন ছুটি পেয়েছেন তিনি।
দলে প্রথমবার ডাক পেয়েছেন কুপার কোনোলি। ভারত সিরিজে যোগ্যতার প্রমাণ দিয়ে এ সিরিজে জায়গা করে নিয়েছেন নাথান ম্যাকসুইনি, স্যাম কনস্টাস ও বো ওয়েবস্টার। ফর্ম হারিয়ে বাদ পড়েছেন মিচেল মার্শ। শ্রীলঙ্কার স্পিন সহায়ক কন্ডিশনের বিষয়টি মাথায় রেখে দলে চারজন বিশেষজ্ঞ স্পিনার রাখা হয়েছে। অভিজ্ঞ নাথান লায়নের সঙ্গে টড মার্ফি, ম্যাট কুনেমান ও নতুন মুখ কুপার কনোলি।
সফরে থাকছেন না জশ হ্যাজেলউডও। ইনজুরির কারণে ভারত সিরিজ থেকে ছিটকে যাওয়া এ পেসার আপাতত নিজেকে প্রস্তুত করে তুলছেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। পেস বিভাগে মিচেল স্টার্কের নেতৃত্বে আক্রমণ শাণাবেন স্কট বোল্যান্ড ও শন অ্যাবট। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ২৯ জানুয়ারি আর দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠ গড়াবে ৬ ফেব্রুয়ারি। দুটি ম্যাচই গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়া দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কোনোলি, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাট কুহনেম্যান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, নাথান ম্যাকসুইনি, টড মার্ফি, মিচেল স্টার্ক ও বো ওয়েবস্টার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০