স্পোর্টস ডেস্কঃ ভারত নারী দলের অধিনায়ক হরমনপ্রিত কৌরকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। মঙ্গলবার সন্ধ্যায় এক বার্তায় তাঁকে নিষেধাজ্ঞার বিষয়টি জানায় সংস্থাটি। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে এবং আম্পায়ারদের নিয়ে বিষ্ফোরক মন্তব্য করায় শাস্তি পেয়েছেন তিনি। ম্যাচ শেষে পুরষ্কার বিরতণী পর্বেও বিতর্কিত কাণ্ড করেছিলেন হরমনপ্রিত।
আইসিসির লেভেল-২ ধারার অপরাধ করায় হরমনপ্রিতকে দুই ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি তাঁর ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানাও করা হয়েছে। সঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। আর লেভেল-১ ধারার অপরাধ করায় ম্যাচ ফি-এর আরও ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ফলে বড়সড় শাস্তি পেলেন ভারত অধিনায়ক।
আইসিসির আচরণবিধি অনুযায়ী, ২৪ মাসের ভেতর কোনো খেলোয়াড় চার ডিমেরিট পয়েন্ট পেলে দুই নিষেধাজ্ঞা পয়েন্ট যোগ হবে। এর ফলে পরবর্তী একটি টেস্ট কিংবা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হবেন অভিযুক্ত খেলোয়াড়। যার ফলে চলতি বছরের সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের দুটি ম্যাচে হরমনপ্রিতকে পাবে না ভারত। নিয়মিত অধিনায়ককে ছাড়াই এশিয়ান গেমসের প্রথম দুই ম্যাচ খেলতে হবে তাদেরকে।
এদিকে ভারতের বর্তমান অধিনায়কের আচরণ নিয়ে প্রশ্ন তুলেন সাবেক অধিনায়ক আঞ্জুম চোপড়া। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যখন আগ্রাসনের আবহ শেষ হয়ে যাবে এবং সে ঠাণ্ডা হবে, আমি নিশ্চিত, সে পেছন ফিরে তাকিয়ে অনুভব করবে যে, ভিন্নমত প্রকাশে আরও সতর্ক হওয়া উচিত ছিল তার। অসন্তুষ্টি ফুটিয়ে তুলতে কোনো সমস্যা নেই। তবে মূল ব্যাপার হলো, এটা কখন ও কীভাবে করা যায়। ভাষায় প্রকাশের ক্ষেত্রেও আরও সাবধানী হওয়া উচিত ছিল তার।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post