স্পোর্টস ডেস্ক:: ইংলিশ প্রিমিয়ার লিগে ৫০০তম জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। গিনদোয়ান-হল্যান্ডদের গোলে এভারটনকে হারিয়ে শিরোপার দুয়ারেও পৌঁছে গেলো ম্যানচেস্টার। আর্সেনালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেছে দলটি।
গুডিসন পার্কে রোববার রাতের ম্যাচে এভারটন লড়াইও জমাতে পারেনি সিটির সাথে। দাপট দেখিয়েই খেলেছে আর্লিং হল্যান্ডরা।৩-০ গোলের জয়ে শিরোপা উৎসবের অপেক্ষায় দলটি। রাতের আরেক ম্যাচে আর্সেনাল হেরেছে। ফলে শিরোপার পথ অনেকটা পরিস্কার হয়ে গেছে সিটির।
এভারটনের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপট নিয়ে খেলতে থাকে সিটি। ম্যাচের ৬৩ শতাংশ সময় বল ছিলো হল্যান্ডদের নিয়ন্ত্রণে। তাদের ৬৭০ পাসের বিপরীতে এভারটনের ছিলো ৩৮১টি পাস।
ম্যাচের ৩৭তম মিনিটেই দিনদোয়ানের গোলে লিড নেয় সিটি। ১-০ গোলে এগিয়ে যাওয়া দলটি মিনিট দু’একের মধ্যেই ব্যবধান বাড়িয়ে নেয়। ম্যাচের ৩৯তম মিনিটে হল্যান্ড দলকে এগিয়ে দেন ২-০ গোলে। প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারেনি এভারটন। পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় দলটিকে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যানসিটি ব্যবধান আরো বাড়িয়ে নেয়। ম্যাচের ৫১তম মিনিটে গিনদোয়ান জোড়া গোল পূর্ণ করেন। ৩-০ গোলে এগিয়ে যায় তার দল। ম্যাচের বাকীটা সময় এভারটন একটি গোলও শোধ দিতে পারেনি। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদেরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post