স্পোর্টস ডেস্ক:: ফরাসি লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এক হালি গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে। আশরাফ হাকিমী, কোলো মুয়ানি ও গঞ্জালো রামোসের জোড়া গোলে ৪-০ ব্যবধানে হারিয়েছে মার্শেইকে।
এক তরফা ম্যাচে চ্যাম্পিয়নদের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেনি মার্শেই। প্রথমার্ধের দুই গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের দুই গোলে ৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি।
ম্যাচের শুরু থেকেই লিগ চ্যাম্পিয়নরা দাপট দেখায়। ৮ম মিনিটে আশরাফ হাকিমীর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। ৩৭তম মিনিটে রান্ডাল কোলো মুয়ানির গোলে ২-০ ব্যবধান করে এমবাপেরা। এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।
বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে পিএসজি। মার্শেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সাফল্যের দেখা পায়নি। বদলী নামা গনসালো রামোস দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়িয়ে নেন। ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। পিছিয়ে পড়া মার্শেই কোনো গোল শোধ দিতে পারেনি।
উল্টো ম্যাচের শেষ দিকে গনসালো রামোস মার্শেই কফিনে শেষ পেরেক ঠুকে দেন। ৮৯তম মিনিটে তার জোড়া গোলে ফরাসি চ্যাম্পিয়নদের ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়।
ছয় ম্যাচে তিন জয়, দুই হার ও এক ড্র’তে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে আছে পিএসজি। মার্শেইর অবস্থান ৭ম স্থানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post