স্পোর্টস ডেস্কঃ গতকাল রাতে ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির লজিস্টিক বিভাগ। এর আগে গত মাসের ২৫ জুলাই ঢাকা ফেরার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে দেরিতে আসছেন হাথুরু।
এদিকে আগামীকাল থেকে হাথুরু শুরু করবেন পাকিস্তান সিরিজ নিয়ে অনুশীলন ক্যাম্প। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ইতোমধ্যে পরিকল্পনা দিয়েছেন প্রধান এই কোচ। গেল বুধবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরী এমন খবরই জানিয়েছিলেন।
বৃহস্পতিবার রাতে হাথুরু একাই নন। সঙ্গে ট্রেনার নিক লিও’ও এসে পৌঁছেছেন। এদিকে বাংলাদেশের কোচিং স্টাফের দুই অন্যতম সদস্য স্পিন কোচ মোশতাক আহমেদ ও প্রধান সহকারী কোচ নিক পোথাসও আগামী ২৪ ঘন্টার মধ্যে এসে যাবেন। এদিকে শনিবার শেরে বাংলায় শুরু হবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশ টেস্ট দলের অনুশীলনের শেষ ধাপ। জানা গেছে, বর্তমানে কানাডার গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নেওয়া সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম আগস্টের ১০-১২ তারিখ নাগাদ দেশে ফিরে অল্প কয়েকদিন টেস্ট দলের সঙ্গে অনুশীলন করবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post