নিজস্ব প্রতিবেদক:: লিটন, শান্তর পর সাজঘরে ফিরলেন সৌম্য সরকারও। বাংলাদেশের এই ওপেনার ব্যক্তিগত হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন ফিরেছেন সাজঘরে। তার বিদায়ের পরপরই প্যাভেলিয়েন ফিরেছেন মাহমুদউল্লাহও। পরপর দুই উইকেট হারানো বাংলাদেশ এরই মধ্যে হারিয়েছে চার উইকেট।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২২ ওভারে চার উইকেটে ১৩০ রান। ১৭ রানে অপরাজিত থাকা তাওহীদ হৃদয়কে সঙ্গ দিতে মাঠে মুশফিকুর রহিম।
টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ইনিংসের তৃতীয় বলে হারায় প্রথম উইকেট। ৩ বল খেলেও রানের দেখা পাননি লিটন দাস। দ্বিতীয় উইকেটে সৌম্যকে নিয়ে শান্ত ৭২ রানের জুটি গড়েন। ইনিংসের ১৩তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৭৫ রানে শান্তর বিদায়ে ভাঙে তাদের জুটি। ৪০ রানের ইনিংসে ৩৯ বলে ছয়টি বাউন্ডারি হাঁকিয়ছেন অধিনায়ক।
তৃতীয় উইকেটে তাওহীদ হৃদয়কে নিয়ে ৫৫ রানের জুটি গড়েন সৌম্য সরকার। নিজেও হাঁকান হাফ সেঞ্চুরি। এক দিনের ক্রিকেট ক্যারিয়ারের ১২তম অর্ধশতকের দেখা পেলেন এই ওপেনার। ৫২ বলে নয় চারে হাফ সেঞ্চুরি হাঁকানো সৌম্য সরকার ব্যক্তিগত ৬৮ রানে ফিরেছেন সাজঘরে। ইনিংসের ২২তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ১৩০ রানের মাথায় প্যাভেলিয়নে ফেরেন তিনি।
তার বিদায়ের পর উইকেটে আসা অভিজ্ঞ মাহমুদউল্লাহও ফিরেন দ্রুত। ওই ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত রানের খাতা খুলার আগেই সাজঘরে ফেরত যান তিনি। মোকাবেলা করেছেন দুই বল।
টস হেরে ব্যাট করতে নেমে দ্রুত ওপেনার লিটন দাসকে হারানো বাংলাদেশ শতরান পেরিয়েছে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত অর্দশতকের আগেই ফিরেছেন সাজঘরে।
সিরিজের দ্বিতীয় এক দিনের ম্যাচে এবার আগে ব্যাট করছে বাংলাদেশ। সফরকারী শ্রীলঙ্কা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতে আগে ফিল্ডিং করেছিলো বাংলাদেশ। টার্গেটে ব্যাট করতে নেমে টাইগাররা ৬ উইকেটে জিতেছিলো। নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। মহেশ থিকসানা পরিবর্তে একাদশে নিয়েছে দিমুথ ভেল্লালাগেকে। বাংলাদেশ অবশ্য একাদশে কোনো পরিবর্তন আনেনি।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিদ হাসান।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক/উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মদুশান, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post