স্পোর্টস ডেস্ক:: ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশ জাতীয় দল ঘোষণা করেছে বাফুফে। ফুটবল ফেডারেশন এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য ৩৮ সদস্যের প্রাথমিক দল দিয়েছে।শেফিল্ড ইউনাইটেডের তারকা, প্রিমিয়ার লিগে খেলা জামজা চৌধুরী প্রত্যাশিত ভাবেই আছেন দলে।
ফিফা থেকে তাকে খেলানোর অনুমতি পাওয়ার পর বাফুফে এই প্রথম দল দিয়েছে। আগামি ২৫ মর্চ এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। ম্যাচটি দিয়ে অভিষেক হতে পারে দেওয়ান হামজা চৌধুরীর। বাফুফে ফাহমেদুল ইসলাম নামের আরেকজন প্রবাসী ফুটবলারকে দলে নিয়েছে। ইতালির আলবিও কালচোতে খেলেন এই মিডফিল্ডার।
হ্যাবিয়ের ক্যাবরেরার দলে আছেন প্রবাসী ফুটবলার জামাল ভুঁইয়াও। দল বদলের জঠীলতায় পড়ায় জামাল ভুঁইয়ার প্রিমিয়ার লিগ খেলা হচ্ছে না। তবে জাতীয় দলের ক্যাম্পে আছেন তিনি।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক স্কোয়াড;
স্কোয়াডে জায়গা পেয়েছেন যারা
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসাইন, আনিসুর রহমান, মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান। ডিফেন্ডার- মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, জাহিদ হাসান।
মিডফিল্ডার- মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজিম, সোহেল রানা, চন্দন রয়, মাহবুবুর রহমান জনি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী।
ফরোয়ার্ড- ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, রাব্বি হোসেন, রফিকুল ইসলাম, ইমন শাহারিয়া, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পলাশ আহমেদ নোভা, ফাহমেদুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০