স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তান-পাকিস্তান সিরিজ আয়োজন করবে শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা। এশিয়া কাপ এবং বিশ্বকাপ প্রস্তুতিকে সামনে রেখেই মূলত এই সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
আগামী ২২ এবং ২৪ আগস্ট শ্রীলঙ্কার হাম্বানটোটায় অনুষ্ঠিত হবে আফগানিস্তান-পাকিস্তান সিরিজের প্রথম দুই ম্যাচ। আর কলম্বোতে শেষ ম্যাচ হবে ২৬ আগস্ট। এবারের এশিয়া কাপের আসর শুরুর আগে লঙ্কা দ্বীপে ভালো প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ খেলতে চায় আফগানরা।
দ্বিপাক্ষিক সিরিজে আফগানিস্তান এবং পাকিস্তান সবশেষ মুখোমুখি হয়েছিল গত মার্চে। টি-টোয়েন্টি ফরম্যাটের সেই সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল আফগানরা। তবে, ওয়ানডে ম্যাচে এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া হয়নি তাদের। এবার ভালো পরীক্ষা নেবে হাশমাতউল্লাহ শহীদির দল। গত মাসে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নেয় রশিদ খান-মোহাম্মদ নবীরা।
আফগানিস্তান-পাকিস্তানের ওয়ানডে সিরিজের সূচি:
২২ আগস্ট – প্রথম ওয়ানডে, হাম্বানটোটা
২৪ আগস্ট – দ্বিতীয় ওয়ানডে, হাম্বানটোটা
২৬ আগস্ট – তৃতীয় ওয়ানডে, কলম্বো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post