স্পোর্টস ডেস্কঃ ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে আতালান্তার বিপক্ষে ৩-০ গোলের বড় হার দেখেছিল লিভারপুল। তাই সেমিতে যেতে হলে দ্বিতীয় লেগে বড় জয়ের বিকল্প ছিল না অলরেডদের সামনে। তবে সেটা হয়নি। বার্গামোয় বৃহস্পতিবার রাতে ফিরতি লেগে ১–০ গোলে জিতেছে লিভারপুল। যেটি কি-না শেষ চারে যাওয়ার জন্য যথেষ্ট নয়।
দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে সেমি ফাইনালে পা রাখে আতালান্তা। আর অপরদিকে ইউরোপার এবারের আসর থেকে বিদায় ঘন্টা বেজে যায় লিভারপুলের। একইসাথে দলটির কোচ ইয়ূর্গেন ক্লপের ইউরোপ অধ্যায়েরও সমাপ্তি ঘটে লিভারপুলের ডাগ আউটের হয়ে। চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন ক্লপ।
আর তাই দলটির হয়ে ইউরোপের কোনো প্রতিযোগীতায় আপাতত দেখার সম্ভাবনা নেই। লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচের ইতি হচ্ছে এখানেই। এখন কেবল ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগের ছয়টি ম্যাচ বাকি আছে। যেখানে এখনও শিরোপার রেসে টিকে আছে অ্যানফিল্ডের দলটি।
চলতি মৌসুমে লিগ কাপ জিতেছে লিভারপুল। তবে এফএ কাপে শিরোপা জেতা হয়নি। এবার ইউরোপা লিগ থেকে বাদ পড়তে হলো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post