স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাল ম্যানচেস্টার সিটি। শনিবার পেপ গার্দিওলা বড় ব্যবধানে হারিয়েছে সাউদাম্পটনকে। প্রতিপক্ষের মাঠে ৪-১ গোলে জিতেছে সিটিজেনরা। চোট কাটিয়ে একাদশে ফেরা আর্লিং হালান্ড পেয়েছেন জোড়া গোলের দেখা। সিটির অন্য দুই গোলদাতা জ্যাক গ্রিলিশ ও হুলিয়ান আলভারেজ। সাউদাম্পটনের হয়ে একমাত্র গোলটি করেন সেকু মারা।
বড় জয়ে দুইয়ে থাকা সিটির পয়েন্ট হলো ৬৭। শীর্ষে থাকা আর্সেনাল ২৯ ম্যাচ খেলে ৭২ পয়েন্ট পেয়েছে। সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। উলভসের মাঠে ম্যাচের প্রথমার্ধ শেষ হতে চলেছিল গোলশূন্য সমতায়। তবে প্রথমার্ধের শেষদিকে গোল পায় সিটি। কেভিন ডি ব্রুইনের পাস থেকে হেডে গোল করেন হালান্ড।
হালান্ডকে গোল করিয়ে মাইলফলক স্পর্শ করলেন ডি ব্রুইনে। রায়ান গিগস, সেস্ক ফ্যাব্রেগাস, ওয়েইন রুনি ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের পর পঞ্চম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগ ইতিহাসে ১০০ গোলে সহায়তা বা অ্যাসিস্টের মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি। তবে তার চেয়ে কম ম্যাচে (২৩৭) মাইলফলকটি ছুঁতে পারেননি আর কেউ।
৫৮ মিনিটে সিটিকে দ্বিতীয় গোল এনে দেন গ্রিলিশ। ইংলিশ মিডফিল্ডারের বাঁ পায়ের শট প্রথমে ঠেকিয়ে দেন উলভসের গোলরক্ষক। ফিরতি বল ডান পায়ের শটে জালে পাঠান তিনি। তিন বছর পর টানা দুই ম্যাচে গোল পেলেন এই ইংলিশ তারকা। এই গোলের পর তিনি নাম লেখা গোলে সহায়তাকারীর তালিকায়।
৬৮ মিনিটে গ্রিলিশের জাল খুঁজে নেন হালান্ড এবারের লিগে হলান্ডের এটি ৩০তম ও সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির জার্সিতে ৪৪তম গোল। ৩ গোল হজমের পর ৭২তম মিনিটে ব্যবধান কমায় স্বাগতিকরা। সতীর্থের পাস বক্সে পেয়ে নিচু শটে গোলটি করেন সাউদাম্পটনের মারা। খানিক পরই সিটিকে আরো এগিয়ে দেন বদলি নামা আলভারেজ। আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী তারকার সফল স্পট কিকে তিন গোলের লিড পুনরুদ্ধার করে সিটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post