নিজস্ব প্রতিবেদক:: স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে আগেই সিরিজ হেরে গেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে আজ জয়ের কেনাো বিকল্প নেই। ধবল ধোলাই এড়ানোর ম্যাচে বাংলাদেশ দল আগে ফিল্ডিং করবে। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
আগে ব্যাট করতে নামা বাংলাদেশ দল একাদশে তিন পরিবর্তন এনেছে। তিন পেসার শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানাকে বিশ্রাম দিয়েছে টাইগাররা। এই তিন জনের পরিবর্তে একাদশে ফিরেছেন দুই পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। এছাড়া স্পিনে মিরাজ ও রিশাদের সঙ্গে যুক্ত হয়েছেন নাসুম আহমেদ।
সিরিজ জেতা ওয়েস্ট ইন্ডিজের একাদশে এসেছে চার পরিবর্তন। বিশ্রামে গেছেন এভিন লুইস, জাস্টিন গ্রিভস, জেডিন সিলস ও মার্কুনিও মাইন্ডলি। তাদের পরিবর্তে অভিষেক হতে চলেছে আমির জাঙ্গো ও জেডিয়াহ বালডেসের। এছাড়া ফিরেছেন আলজারি জোসেফ ও অলিক আথানজে।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসাইন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, কেসি কার্টি, শেই হোপ, শেরফান রাথারফোর্ড, আমির জাঙ্গো, রোমারিও শেইফার্ড, গুডাকেশ মোতি, রোস্টন চেজ, আলজারি জোসেফ, অলিক আথানজে ও জেডিয়াহ বালডেস।.
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০