স্পোর্টস ডেস্কঃ প্রথম ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। রোববার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নামা প্রোটিয়ারা মাত্র ১১৬ রানে গুটিয়ে যায়।
ভারতের পেসার আর্শদিপ সিং এবং আভেশ খানের তোপের মুখে মাত্র ৫২ রানে ৬ উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর ২৭.৩ ওভারেই মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। ভারতীয় পেসার আর্শদিপ প্রথমবারের মতো শিকার করেছেন ৫ উইকেট। ৪ উইকেট নেন আভেশ খান।
দক্ষিণ আফ্রিকার ১১৭ রানের জবাব দিতে নেমে এই লক্ষ্য তাড়া করতে নেমে ২০০ বল ও ৮ উইকেট হাতে রেখে জিতে যায় ভারত। শুরুতেই ঋতুরাজ গায়কোয়াড়ের (৫) উইকেট হারালেও সাই সুদর্শনকে (৫৫) নিয়ে দলকে পথ দেখান শ্রেয়াস আইয়ার (৫২)। শেষদিকে আইয়ার আউট হলেও তিলক ভার্মাকে নিয়ে জিতিয়ে মাঠ ছাড়েন সুদর্শন। তিনি ৪৩ বলে ৯ চারে ৫৫ রান করে অপরাজিত থাকেন।
৪৫ বলে ৫২ রান করেন আইয়ার। উইয়ান মুলডার ও আন্দিল ফেলুকওয়ায়ো একটি করে উইকেট পান। ভারত লক্ষ্যে পৌঁছে যায় ২০০ বল হাতে রেখে। এটি ওয়ানডেতে বলের হিসাবে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বড় হার। এর আগে ২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২১৫ বল আগে হেরেছিল তারা। এদিকে মাত্র ৫২ রানে ৬ উইকেট হারায় প্রোটিয়ারা, যা তাদের ওয়ানডে ইতিহাসে ঘরের মাঠে সবচেয়ে কম রানে ৬ উইকেট হারানোর ঘটনা। এছাড়া তাদের দলীয় সংগ্রহ (১১৬) ঘরের মাঠে যেকোনো দলের বিপক্ষে সর্বনিম্ন সংগ্রহ। আগেরটি ছিল ২০১৮ সালে ভারতেরই বিপক্ষে ১১৮ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post