স্পোর্টস ডেস্কঃ প্যারিস অলিম্পিকে বৃহস্পতিবার দিনের প্রথম পদক জিতল ইকুয়েডর। ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় সোনা জিতেছেন ইকুয়েডরের ব্রায়ান পিনতাদো।
রুপা জিতেছেন ব্রাজিলের কাইয়ো বোনফিম। রেস ওয়াকিংয়ে এটি ব্রাজিলের প্রথম অলিম্পিক পদক। ব্রোঞ্জ জিতেছেন স্পেনের আলভারো মার্টিন।
এদিকে এখন পর্যন্ত পদক তালিকায় সবার ওপরে চীন। ৯টি সোনা, ৭টি রুপ ও ৩টি ব্রোঞ্জ জিতেছে দেশটি। ৮ সোনা, ১০ রুপা ও ৮ ব্রোঞ্জ নিয়ে দুইয়ে স্বাগতিক ফ্রান্স। ফরাসিদের সর্বশেষ দুটি সোনাই জিতেছেন সাঁতারের নতুন তারকা লিওঁ মারশাঁ। ৮টি সোনা, ৩ রুপা ও ৪ ব্রোঞ্জ নিয়ে তিনে নেমে গেছে আগের দিনের শীর্ষ দল জাপান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post