স্পোর্টস ডেস্ক:: ক্রিস্টিয়ানো রোনালদো ৪০তম জন্মদিন উদযাপন করে মাঠে নেমেই গোলের দেখা পেলেন। জেতালেন আল নাসরকেও। সৌদীর প্রো লিগে সিআর সেভেনের দল জিতেছে ৩-০ গোলের ব্যবধানে। হারিয়েছে আল ফেইহারকে।
রোনালদোর দলে অভিষেক ম্যাচেই জোড়া গোল করেছে জন ডুরান। অ্যাস্টন ভিলা থেকে আল নাসরে আসা এই তারকা জয় দিয়ে শুরু করলেন সৌদীর অধ্যায়। পর্তুগিজ ফুটবল রাজা গত বুধবার ৪০তম জন্মদিন উদযাপন করেন। এরপর গত রাতেই প্রথমবার মাঠে নেমে ছিলেন। গোল করেছেন, দলকেও জিতিয়েছেন।
শুক্রবার রাতের ম্যাচটিতে ২০তম মিনিটেই আল নাসর লিড নেয়। অ্যাস্টন ভিলা থেকে আসা জন ডুরান দলকে এগিয়ে দেন ১-০ হগোলে। অভিষিক্ত এই তারকার গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আল নাসর।
দ্বিতীয়ার্ধেও দারুণ খেলতে থাকে সিআর সেভেনের দল। ম্যাচের ৭২তম মিনিটে জন ডুরান জোড়া গোল পূর্ণ করেন। নাসর এগিয়ে যায় ২-০ ব্যবধানে। এরপরই চল্লিশ ছোঁয়া রোনালদো করেন গোল। ম্যাচের ৭৪তম মিনিটে তার গোলেই আল নাসরের ৩-০ গোলের জয় নিশ্চিত হয়।
বড় এই জয়ে সৌদীর প্রো লিগে আল নাস পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠেছে। টেবিলটপার আল ইত্তিহাদের থেকে ৮ পয়েন্ট পিছিয়ে আছে স্টেফানো পিওলির দল। ১৯ ম্যাচে আল নাসরের পয়েন্ট ৪১। সমান ম্যাচে আল ইত্তিহাদের পয়েন্ট ৪৯।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০