স্পোর্টস ডেস্কঃ প্রায় সাড়ে ছয় বছর পর হ্যাটট্রিক করেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি আলভারো মোরাতা। লা লিগায় গতরাতে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ে গোল করে জিরোনা জয় তোলে নিয়েছে ৪-৩ ব্যবধানে। ৭ গোলের রোমাঞ্চকর জয়ে লিগে পয়েন্ট দ্বিতীয় স্থানে আছে জিরোনা। শীর্ষে রিয়াল মাদ্রিদ।
গত রাতে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় জিরোনা। দলটিকে প্রথম গোল এনে দেন স্প্যানিশ ফুলব্যাক ভ্যালেরি ফার্নান্দেজ। ১৪ মিনিটেই সেটি শোধ দিয়ে দেন মোরাতা। ২৬তম মিনিটে ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড স্যাভিও জিরোনাকে আবার এগিয়ে দেন। ৩৯ মিনিটে ব্যবধান ৩-১ করেন ডেলি ব্লাইন্ড। বিরতির আগে ৪৪ মিনিটে অ্যাথলেটিকোর দ্বিতীয় গোল এনে দেন মোরাতা। দ্বিতীয়ার্ধে ফিরে ৫৪তম মিনিটে দলকে ৩-৩ সমতার গোলও এনে দেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এটি মোরাতার তৃতীয় হ্যাটট্রিক। এর আগে ২০১৭ সালের এপ্রিলে লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে লেগানেসের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেন তিনি। এরপর একই বছরের সেপ্টেম্বরে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির হয়ে স্টোক সিটির বিপক্ষেও পান হ্যাটট্রিক। এদিকে গতরাতে জিরোনা জয় নিশ্চিত করে ৯১ মিনিটে। জটলার ভেতর থেকে ইভান মার্তিন বল পাঠিয়ে দেন দিয়েগো সিমিওনের দলের জালে।
১৯ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে জিরোনা। সমান ম্যাচে সমান পয়েন্ট শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ একই সময়ে হওয়া অন্য ম্যাচে মায়োর্কাকে হারিয়েছে ১-০ গোলে। কার্লো আনচেলত্তির দল পয়েন্টে এগিয়ে গোল ব্যবধানের কারণে। অ্যাথলেটিকো মাদ্রিদ ১৯ ম্যাচে ১২ জয়, ২ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। এরপর চার নম্বরে আছে বার্সেলোনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post