নিজস্ব প্রতিবেদকঃ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন সময়ে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান নারী দল। আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য এই সিরিজের সম্ভাব্য ভেন্যু সিলেট ও কক্সবাজার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে আগামী জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে ভারত নারী দল। এরপর ঘরের মাঠে পাকিস্তানকে আতিথ্য দেবে নিগার সুলতানা জ্যোতির দল। সিরিজ খেলে দক্ষিণ আফ্রিকায় যাবেন টাইগ্রেসরা। সেখানে ওয়ানডে ও ই-টোয়েন্টি সিরিজ খেলবে প্রোটিয়া নারীদের বিপক্ষে।
সবশেষ শ্রীলঙ্কা সফর করেছে বাংলাদেশ নারী দল। গত মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার কাছে ১-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ওয়ানডের পর শ্রীলঙ্কার কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও হার দেখে লাল সবুজের প্রতিনিধিরা।
এদিকে অক্টোবরে পাকিস্তান সিরিজ নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। বিসিবির এই পরিচালক জানিয়েছেন, ১৫ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত চলবে বাংলাদেশ-পাকিস্তানের এই সিরিজটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post