নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চলমান আসরের শুরুতে টানা হারের মধ্যে ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঐতিহ্যবাহী দলটি ছিল টেবিলের তলানিতে, উঁকি দিচ্ছিল রেলিগেশনের শঙ্কা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এবার আসরে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে মোহামেডান।
শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৫২ রানে হারিয়েছে সাকিব-ইমরুল-মাহমুদউল্লাহরা। আর এতেই দলটির নিশ্চিত হয়েছে সুপার লিগে খেলা। আসরে ১০ ম্যাচ খেলে ৫ জয়, ৪ হার ও বৃষ্টিতে পরিত্যক্ত এক ম্যাচে এক পয়েন্টে সব মিলিয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে মোহামেডান। অপরদিকে এই হারে রেলিগেশনের মুখে পড়েছে শাইনপুকুর। আসরে ৮ হার ও ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান ১১ নম্বরে।
সাভারের বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রানের বড় পুঁজি পায় মোহামেডান। দলের হয়ে দারুণ এক সেঞ্চুরি হাঁকান মাহিদুল ইসলাম অঙ্কন। টপ অর্ডারে নেমে ১২৫ বলে ৬ বাউন্ডারি ও ৭ ছক্কায় ১২৫ রানের দারুণ ইনিংস খেলে অপরাজিত থাকেন অঙ্কন। ৮৬ বলে ৭ বাউন্ডারি ও ২ ছয়ে ৬৯ রানের কার্যকরী ইনিং খেলেন ইমরুল কায়েস।
চারে ব্যাট করতে নেমে আক্রমণাত্বক মেজাজে ছিলেন সাকিব আল হাসান। তবে বড় ইনিংস খেলতে পারেননি। ২৫ বলে ১ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩০ রান করে আউট হন। ২৬ রান আসে শুভাগত হোমের পরিবর্তে খেলতে নামা আরিফুল ইসলামের ব্যাট থেকে। তবে এদিন ব্যর্থ হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৬ বলে খেলে ডাক মেরে প্যাভিলিয়নে ফেরেন এই তারকা। এছাড়া সৌম্য সরকারের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া আব্দুল মজিদ ২ রানের বেশি করতে পারেননি।
শাইনপুকুরের হয়ে মেহেদী হাসান রানা ও মাসুম খান ২টি করে উইকেট লাভ করেন।
২৭৮ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ৪৩.২ ওভারে ২২৪ রানেই গুঁটিয়ে যায় শাইনপুকুরের ইনিংস। ৭০ বলে ৮ বাউন্ডারিতে সর্বোচ্চ ৬৬ রান করেন দলের বিদেশী শুভম শর্মা। ৫৭ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫৬ রান করেন ওপেনার খালিদ হাসান। ৩০ রান আসে মাসুম খানের ব্যাট থেকে।
মোহামেডানের হয়ে নাজমুল ইসলাম অপু ৩ উইকেট শিকার করেন। ২টি করে উইকেট লাভ করেন মুশফিক হাসান ও জ্যাক লিনটট। সাকিব ও মেহেদী মিরাজের শিকার ১টি করে উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post