নিজস্ব প্রতিবেদক:: বিপিএলের তৃতীয় ম্যাচেই দুইশো পার হলো দলীয় স্কোর। মাহিদুল ইসলাম অঙ্কন, উইলিয়াম বোসিস্টোর ব্যাটিং ঝড়ে চিটাগাং কিংসের বিপক্ষে ২০৩ রান তুলেছে খুলনা। বিপিএলের উদ্বোধনী দিনে সর্বোচ্চ ২০০ রান তুলেছিলো ফরচুন বরিশাল। তাদেরকেও ছাড়িয়ে গেলো খুলনা টাইগার।
জয়ের জন্য চিটাগাং কিংসকে করতে হবে ২০৪ রান।
মিরপুরের হোম অব ক্রিকেটে টস হেরে ব্যাট করতে নামা খুলনা দারুণ ব্যাট করেছে। দুই ওপেনার মোহাম্দ নাঈম ও উলিয়াম বোসিস্টো উদ্বোধনী জুটিতে ৩৭ রান তুলেন। পঞ্চম ওভারের তৃতীয় বলে মোহাম্মদ নাঈমের বিদায়ে ভাঙে তাদের জুটি। তিন ছক্কা ও এক চারে ১৭ বলে ২৬ রান করেন নাঈম। তবে আরেক ওপেনার উইলিয়াম দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন।
তিনে নামা খুলনার অধিনায়ক মিরাজ একটি করে চার ও ছক্কায় ১৮ রানে ফিরেন সাজঘরে। উলিয়ামকে দারুণ সঙ্গ দেন তিনি। গড়েন ৫১ রানের জুটি। ইনিংসের ১১তম ওভারের চতুর্থ বলে দলীয় ৮৮ রানে মিরাজের বিদায়ে দ্বিতীয় উইকেট হারায় খুলনা। চারে নামা ইব্রাহিম জর্দান খুব একটা সুবিধা করতে পারেননি। ১৩তম ওভারের পঞ্চম বলে দলীয় ১০৬ রানে তৃতীয় উইকেটে তিনি ফিরেন প্যাভেলিয়নে। সাত বলে করেন ৬ রান। এরপর উইকেটে নামা আফিফ হোসেনও ফিরেন দ্রুত। ১৫তম ওভারের দ্বিতীয় বলে তার বিদায়ে চতুর্থ উইকেট হারায় খুলনা। এক বাউন্ডারিতে সাত বলে ৮ রান করেন তিনি।
পঞ্চম উইকেটে অঙ্কনকে নিয়ে দারুণ এক জুটি গড়েন উইলিয়াম। দু’জনে জুটিতে ৮৬ রান তুলে ইনিংস শেষ করে খুলনা। আটটি চার ও তিনটি ছক্কায় ৫০ বলে ৭৫ রানের ঝলমলে এক ইনিংস খেলে অপরাজিত থাকেন অঙ্কন। ২৬৮’র বেশি স্ট্রাইক রেটে ২২ বলে ৫৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন অঙ্কন। একটি বাউন্ডারির সাথে ছয়টি বিশাল ছক্কার মারছিলো তার ইনিংসে। শেষ পর্যন্ত চার উইকেটে ২০৩ রানে থামে খুলনা।
চিটাগাংয়ের হয়ে খালেদ ও আলিস আল ইসলাম দু’টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০