স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফরম্যান্স উপহার দিতে পারেনি নিউজিল্যান্ড। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ব্ল্যাকক্যাপসদেরকে। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে শোচনীয় পরাজয়ে বিদায় নিশ্চিত হয়েছে দলটি। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে উগান্ডা ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে প্রত্যাশা অনুযায়ী জয় পেলেও, সুপার এইটে উঠা হয়নি কিউইদের। অধিনায়ক কেন উইলিয়ামসন তিন ইনিংসে ব্যাট করে মাত্র ২৮ রান করেছেন।
বিশ্বকাপে এমন ব্যর্থতার পরপরই এবার অধিনায়কত্ব থেকে কেন উইলিয়ামসন পদত্যাগ করেছেন। টেস্ট থেকে আগেই ছেড়েছিলেন নেতৃত্ব। এবার সাদা বলের দুই ফরম্যাট ওয়ানডে এবং টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকেও পদত্যাগ করেছেন এই তারকা। শুধুমাত্র নেতৃত্ব ছাড়াই নয়, নিউজিল্যান্ডের আগামী মৌসুমের কেন্দ্রীয় চুক্তি থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। চুক্তিতে থাকছেন না।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না কেন উইলিয়ামসন। এই পদত্যাগ করার কারণ হিসেবে উইলিয়ামসন জানিয়েছেন, পরিবারকে সময় দিতে চান একইসাথে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও বাড়তি গুরুত্ব দিতে চান। কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও, অবশ্য জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন উইলিয়ামসন। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে এই তারকাকে। এর বাইরে টেস্ট চ্যাম্পিয়নশিপেও খেলবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post