নিজস্ব প্রতিবেদক:: বিপিএলে দুর্দান্ত এক শতক হাঁকিয়েছেন এনামুল হক বিজয়। স্বপ্নের তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে অপরাজিতও থেকেছেন তিনি। তবে জেতাতে পারেননি দলকে। তার দল দুর্বার রাজশাহী ৭ রানে হেরেছে খুলনা টাইগার্সের কাছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করা খুলনা টাইগার্স ২০৯ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা দুর্বার রাজশাহী ২০২ রান তুলতে সমর্থ হয়।
২১০ রানের টার্গেটে ব্যাট করতে নামা রাজশাহী দারুণ শুরু পায়। দুই ওপেনার হারিস ও জিসান তুলে নেন ৪৭ রান। পঞ্চম ওভারের প্রথম বলে ব্যক্তিগত ৩০ রানে জিসান ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। ১৫ বলের ইনিংসটি তিন চার ও দুই ছক্কায় সাজিয়েছেন এই ওপেনার। তার বিদায়ের পর আরেক ওপেনার মোহাম্মদ হারিসও ফিরেন প্যাভেলিয়নে। দলীয় ৬২ রানের মাথায় ব্যক্তিগত ১৫ রানে বিদায় হন তিনি।
তবে তিনে নামা অধিনায়ক বিজয় দুর্দান্ত ব্যাট করতে থাকেন। তাকেএক প্রান্তে রেখে অন্য প্রান্তে একে একে বিদায় নেন ২০ রান করা ইয়াসির আলী ও ২৫ রান করা রায়ান বার্ল। বিজয় ৫৭ বলে ১০০ রানের ঝলমলে এক ইনিংস খেলে অপরাজিত থাকলেও দলের জয় নিশ্চিত করতে পারেননি। নয় চার ও পাঁচ ছক্কায় সাজান শতকের ইনিংসটি। দল থামে চার উইকেটে ২০২ রানে।
খুলনার হয়ে হাসান মাহমুদ ২টি উইকেট লাভ করেন।
এর আগে সাগরিকায় দুর্বার রাজশাহীর বিপক্ষে খুলনা টাইগার্স ২০৪ রান তুলে চার উইকেট হারিয়ে। আফিফ-উলিয়াম দু’জনেই হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন।
টস জিতে ব্যাট করতে নামা খুলনা টাইগার্স উদ্বোধনী জুটিতেই তুলে নেয় ৪২ রান। দু’টি করে চার ও ছক্কায় ১৪ বলে ২৭ রানে ফিরেন ওপেনার নাঈম। দলীয় ৪২ রানে প্রথম উইকেট হারানো খুলনা দ্বিতীয় উইকেট হারায় দলীয় ৫৪ রানে। এবার ফিরেন অধিনায়ক মিরাজ। তিন চার ও দুই ছক্কায় ১৩ বলে ২৬ রান করেন এই ওপেনার।
গতকাল বিগ ব্যাশ খেলে আজ খুলনার হয়ে মাঠে নামা অ্যালেক্স রস নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। রানআউটের শিকার হওয়ার আগে তিন বলে ১ রান করেন। তার বিদায়ের পর তিনে নামা আফিফ হোসেন দুর্দান্ত ব্যাট করেন। চতুর্থ উইকেটে উলিয়াম বিস্টোকে নিয়ে গড়েন ১১৩ রানের জুটি। হাফ সেঞ্চুরিয়ান আফিফের বিদায়ে ভাঙে সেই জুটি। দলীয় ১৭৩ রানে ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বলে আফিফ ফিরেন প্যাভেলিয়নে। তিনটি করে চার ও ছ্কায় ৪২ বলে ৫৬ রান করেন তিনি।
পঞ্চম উইকেটে উইলিয়াম বিস্টো ও অঙ্কন ৩৬ রান তুলেন। চারটি চার ও একটি ছক্কায় ৩৭ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন উইলিয়াম বিস্টো। চারটি ছক্কায় ১২ বলে ৩০ রানে অপরাজিত থাকেন অঙ্কন।
রাজশাহীর হয়ে তাসকিন ২টি ও জিসান ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০