স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ২০০তম ম্যাচ খেলতে নামলেন রোহিত শর্মা। চলতি আইপিএলে রোববার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচটি ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিতের অধিনায়ক হিসেবে ২০০তম ম্যাচ।
মাইলফলকের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে টস হেরেছেন রোহিত। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করছে মুম্বাই। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচের হারের বৃত্ত ভাঙতে চায় রোহিতের দল। এর আগে গত দশ আসরের মধ্যে একবারও নিজেদের প্রথম ম্যাচে জিততে পারেনি মুম্বাই। অথচ এর মধ্যে সর্বোচ্চ পাঁচ বারই চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার দল।
২০০৮ সালে শুরু হয় আইপিএল। এরপর ২০১২ সাল পর্যন্ত টানা নিজেদের প্রথম ম্যাচে জিতেছিল মুম্বাই। তবে ২০১৩ সাল থেকে প্রথম ম্যাচের হারের তিক্ততা লেগে যায় ফ্র্যাঞ্চাইজিটির। এরপর টানা দশ বছর ধরে, অর্থাৎ ২০২২ সাল পর্যন্ত নিজেদের কোনো প্রথম ম্যাচেই জিততে পারেনি দলটি। অথচ এর মাঝেই ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে পাঁচ আসরে শিরোপা জেতে মুম্বাই।
মুম্বাই একাদশ- রোহিত শর্মা, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নেহাল ওয়াধেরা, জোফ্রা আর্চার, হৃত্বিক শোকিন, আর্শাদ খান ও পীযূষ চাওলা।
ব্যাঙ্গালোর একাদশ- ফ্যাফ ডু’প্লেসি, বিরাট কোহলি, মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, হার্ষাল প্যাটেল, আকাশ দীপ, রিস টপলি, মোহাম্মদ সিরাজ ও করণ শর্মা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post