নিজস্ব প্রতিবেদক:: সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সাত সদস্য বিশিষ্ট এডহক কমিটি আজ অনুমোদিত হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম এই কমিটি অনুমোদন দিয়েছে। জাতীয় দলে প্রতিনিধিত্ব করা সিলেটের সাবেক দুই ক্রিকেটার অলক কাপালী ও রাজিন সালেহকে রাখা হয়েছে ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে।
এডহক কমিটিতে পদাধিকার বলে আহ্বায়ক হয়েছেন জেলা প্রশাসক। সদস্য হয়েছেন ক্রীড়ানুরাগী এমরান আহমদ চৌধুরী, সাবেক ক্রিকেটার রাজিন সালেহ, অলক কাপালী, ফুটবল কোচ সাহাজ উদ্দীন টিপু, সাবেক ফুটবলার নাজিম উদ্দিন সাহান, ছাত্র প্রতিনিধি ওয়াহিদ উমায়ের, ক্রীড়া সাংবাদিক ইয়াহইয়া ফজল। পদাধিকার বলে সদস্য সচিব জেলা ক্রীড়া অফিসার।
গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পরতনের পর অন্তবর্তীকালীন সরকার দেশের সব ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দেন। ইতিমধ্যে সিলেটের অন্য তিন জেলার এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। আজ সিলেট জেলার কমিটি অনুমোদন দেওয়া হলো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০