নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় অনুষ্টিত অনূর্ধ্ব-১৪ বিভাগীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট জেলা অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দল। হবিগঞ্জ আধুনিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে সিলেট মৌলভীবাজার অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলকে ৫০ রানে হারিয়েছে।
আগে ব্যাট করা সিলেট ১৪২ রান তুলে। জবাবে ব্যাট করতে নামা মৌলভীবাজার ৯৩ রানেই গুটিয়ে যায়।
১৪৩ রানের টার্গেটে ব্যাটকরতে নামা মৌলভীবাজার অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দল ৩৮.১ ওভারে অলআউট হয় ৯৩ রানে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ২৮ রান করেন সাজিদ। এছাড়াও ১৪ রান করেন তুহিন।
সিলেটের হয়ে সরণ বণিক ৪টি উইকেট লাভ করেন।
টস জিতে আগে ব্যাট করতে নামা সিলেট নির্ধারিত ৪৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান তুলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৪৬ রানে অপরাজিত থাকেন পিসি পাল। এছাড়াও ২৫ রান করেন মুহিব।
মৌলভীবাজারের হয়ে তুহিন মিয়া ও তুহিন আহমদ ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post