নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় অনুষ্টিত অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় সিলেট বিভাগীয় পর্যায়ে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক সিলেট অনূর্ধ্ব-১৮ দল। প্রথম সেমিফাইনালে মৌলভীবাজার অনূর্ধ্ব-১৮ দলকে ২ উইকেটের ব্যবধানে হারিয়েছে সিলেট।
সিলেট জেলা স্টেডিয়ামে আগে ব্যাট করা মৌলভীবাজার অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দল ১০৮ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নামা সিলেট অনূর্ধ্ব- ১৮ ক্রিকেট দল ৮ উইকেট হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
১০৯ রানের টার্গেটে ব্যাট করতে নামা সিলেট শাওন, রেদওয়ানদের ব্যাটে চড়ে ৪২.৫ ওভারে আট উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার শাওন। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন রেদওয়ান। ১৮ রান করেন আরিয়ান, ১৭ রান করেন সুমন রায়।
মৌলভীবাজার জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের হয়ে জুবেদ ৩টি, নাবিম ২টি করে উইকেট লাভ করেন।
এর আগে মৌলভীবাজার ব্যাট করতে নেমে সিলেটের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৬.১ ওভারে ১০৮ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন জুবেদ। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেন মাহি। ১৪ রান করেন হাবিব। ১২ রান আসে কাদিরের ব্যাট থেকে্
সিলেট জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের হয়ে সিংকু ও জারির ৩টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০