স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করল ভারত। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে তারা। বেনোনিতে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৪ রান করে প্রোটিয়ারা।
ইনিংস সর্বোচ্চ ৭৬ রান করেন দলটির উইকেটরক্ষক হুয়ান দ্রে প্রিটোরিয়াস। ১০২ বলের ইনিংসে ৬ চার ও ৩ ছক্কা মারেন তিনি। ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রাজ লিম্বানি। ২ উইকেট নিয়েছেন মুশির। ১টি করে উইকেট নিয়েছেন সৌমি পান্ডে ও নামান তিওয়ারি।
জবাব দিতে নেমে কোয়েনা মাফাকা ও ট্রিস্তান লুসের বোলিং তোপে ভীষণ চাপে পড়ে ভারত। ৩২ রান তুলতেই খোঁয়ায় ৪ উইকেট। সেই পরিস্থিতিতে জুটি গড়েন অধিনায়ক উদয় সাহারান ও শচিন ধাস। ৯৫ বলে ৯৬ রানে থাকতে রান আউটের খপ্পড়ে পড়ে শচিন ফিরে গেলে ভাঙে তাদের ১৭১ রানে জুটি। এর পরও এক প্রান্ত আগলে রাখেন উদয়। স্কোর সমান হওয়ার পর এক রান দূরে থাকতে রান আউট হন তিনিও। করেন ১২৪ বলে ৮১ রান। মাফাকা ও লুস দুজনেই তিনটি করে উইকেট পান। নবমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে উঠল ভারতের যুবারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post