স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসি নেই, ডি মারিয়া স্বপ্নের আর্জেন্টিনার জার্সিতে সব স্বপ্ন পূরণের পর বুট জোড়া তুলে রেখেছেন। একাদশে এমন অনেক পরিবর্তনের ম্যাচেও জয়ের জন্য আর্জেন্টিনাকে কষ্ট করতে হলো না। চিলিকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ফিফা বিশ্বকাপ বাছাই ম্যাচে।
চিলি কোনো প্রতিরোধই গড়তে পারেনি। দ্বিতীয়ার্ধের তিন গোলে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে মেসি, ডি মারিয়া বিহীন আর্জেন্টিনা।
ম্যাচটির প্রথমার্ধ গোল শুন্য থেকে যায়। গোল ছাড়াই বিরতিতে যায় দুই দল। তবে বিরতির পরপরই আর্জেন্টিনা লিড নেয়। ম্যাচের ৪৮ মিনিটে ম্যাক অ্যালিস্টারের করা গোলে আর্জেন্টাইনরা এগিয়ে যায় ১-০ গোলে। আলভারেজের অ্যাসিস্টে ডান পায়ের দারুণ শটে চিলির জালে বল জমা করেন লিভারপুল তারকা।
সতীর্থকে দিয়ে গোল করানো আলভারেজ নিয়েও গোল করেন। ৮৪ মিনিটে জিওভানি লো সেলসোর অ্যাসিস্টে চিলির জাল কাঁপান তিনি। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।
ম্যাচের অন্তিম সময়ে চিলির কফিনে শেষ পেরে ঠুঁকে দেন গার্নাচো। ৯১ মিনিটে দিবালার গোলে অ্যাসিস্ট করেন আলেজান্দ্রো গার্নাচো। ৩-০ গোলের বড় জয়ে মাঠ ছাড়ে আর্জেন্টাইনরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০