স্পোর্টস ডেস্ক:: টেস্ট সিরিজ শেষ। শুধুই টেস্ট দলে থাকা ক্রিকেটাররা ভারত ছেড়েছেন। টি-২০ দলে থাকা ক্রিকেটাররা ভারত যাচ্ছেন। সাকিব টি-২০ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তাই তিনিও ভারত ছেড়েছেন। বাংলাদেশ দলের সর্বকালের সেরা ক্রিকেটার নিরবে, নিভূতে বাইশ গজ ছাড়লেন। লাল সবুজ জার্সিতে আর হয়তো কখনো খেলা হবে না তার।
কানপুর থেকে দুবাই হয়ে সাকিব যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরছেন। এরই মধ্যে তিনি ভারত ছেড়েছেন। তবে এই চলে যাওয়ায় রেখে গেছেন একাধিক প্রশ্ন। সাকিব কি আর কখনো বাংলাদেশে ফিরবেন? ঢাকায় কি প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেই বিদায় নেবেন? কানপুরের আনুষ্ঠানিকতা, সাকিবের চলে যাওয়া বলে দিচ্ছে ঢাকায় হয়তো শেষ ম্যাচ খেলার ইচ্ছে পূরণ হবে না এই ক্রিকেটারের।
কানপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে অবসর ঘোষণার সময় সাকিব জানিয়ে ছিলেন পূর্ণ নিরাপত্তা পেলে তিনি ঢাকায় এসে শেষ টেস্ট ম্যাচ খেলবেন। তিনি ঢাকায় অবস্থানকালীন এবং ঢাকা থেকে আবারো যুক্তরাষ্ট্রে যাওয়ার নিশ্চয়তা চান। তবে ঢাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমদ ও সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ স্পষ্ট জানিয়েছেন সাকিবকে নিরাপত্তা দেওয়ার এখতিয়ার তাদের নেই।
বোর্ড সভাপতি সরকারের উপর দায় চাপিয়ে ছিলেন, সরকারের পক্ষ থেকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, ক্রিকেটার সাকিবের নিরাপত্তা নিশ্চিত করা আছে। তবে আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য সাকিবের নিরাপত্তা দেওয়ার সুযোগ নেই। তার এমন মন্তব্যের পর স্পষ্ট হয়ে যায় ঢাকায় নিরাপত্তা পাবেন না সাকিব।
ফলে ঘরের মাঠে টেস্ট ম্যাচ খেলার শেষ ইচ্ছেও পূরণ হচ্ছে না তার। কানপুর টেস্ট শেষে ঢাকা থেকে যাওয়া সাংবাদিকদের কাছ থেকে বিদায়ী শুভেচ্ছা গ্রহণ করেছেন সাকিব নিজেও। সাংবাদিকরা মাঠেই তাঁকে বিদায়ি শুভেচ্ছায় সিক্ত করেছেন। কিংবদন্তিকে শুভ কামনা জানিয়ে বানানো ক্রেস্টের পাশাপাশি ফুলও উপহার দিয়েছেন সংবাদকর্মীরা।
কানপুর টেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ফাঁকে সাকিবকে বিদায়ি উপহার হিসেবে ভারতীয় মহাতারকা বিরাট কোহলি নিজের একটি ব্যাট উপহার দিয়েছেন। বাংলাদেশ দলের সেরা তারকাকে বিদায়ের এসব আয়োজন হলেও দলের পক্ষ থেকে ফেয়ারওয়েলের কোনো কিছুই ছিলো না। ম্যাচ শেষে মাঠে বা হোটেলেও সাকিবের বিদায় নিয়ে কোনো আয়োজন হয়নি।
টিম ম্যানেজম্যান্ট থেকে শুরু করে সতীর্থ ক্রিকেটারদের আশা, সরকারের সঙ্গে আলোচনা হবে, সাকিব পূর্ণ নিরাপত্তা নিয়ে ঢাকায় শেষ ম্যাচ খেলবেন। সেখানেই হবে ফেয়ারওয়েল। তবে সাকিব আর সরকারের মধ্যে যে ভাবে টানা পোড়েন চলছে, তাতে অনেক প্রশ্ন দেখা দিয়েছে।
সরকারকি আসলেই সাকিবকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানাবে? ঢাকায় কি তার চাওয়া মতো নিরাপত্তা দেওয়া হবে? সাকিবের বিরুদ্ধে হওয়া মামলারই ভবিষ্যত কি হবে? ঢাকায় এসে সাকিব কি গ্রেফতারের মুখোমুখি না হয়ে শেষ টেস্ট খেলে ফিরে যেতে পারবেন যুক্তরাষ্ট্রে? এসব অমিমাংসিত প্রশ্ন রেখেই সাকিব দল ছেড়েছেন। পরিবারের কাছে ফিরেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০