স্পোর্টস ডেস্কঃ সময়টা মোটেও ভালো যাচ্ছে না জিম্বাবুয়ের। ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও কোয়ালিফাই করতে পারেনি দেশটি। অধিনায়ক পরিবর্তন করে সিকান্দার রাজা দায়িত্ব পালন করলেও, ভাগ্য পাল্টায়নি দেশটির। ব্যর্থতার দায় নিয়ে একদিন আগেই পদত্যাগ করেছেন প্রধান কোচ ডেভ হটন।
এরপর ডোপিং কাণ্ডে নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ে জাতীয় দলের দুই ক্রিকেটার। তারা হলেন অলরাউন্ডার ওয়েসলে মাধেভেরে এবং লেগ স্পিন অলরাউন্ডার ব্র্যান্ডন মাভুতা। জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) নিষিদ্ধ করেছে এই দুই ক্রিকেটারকে। তাই সমস্যায় জর্জরিত দেশটি।
এসবের মাঝেই এবার নতুন প্রধান কোচের নাম ঘোষণা করল জেডসি। অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবে ওয়াল্টার চাওয়াগুতাকে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। আপাতত শ্রীলঙ্কা সফরে দায়িত্ব পালন করবেন তিনি। এর আগেও একবার জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে ওয়াল্টারের। বর্তমানে দেশটির প্রথম শ্রেণির ক্রিকেট দল তুষ্কার্সের কোচের দায়িত্বে কাজ করছেন।
২০২৪ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে জিম্বাবুয়ে। ৩টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা রয়েছে। দুই দলের সিরিজটি শুরু হবে ৬ জানুয়ারি ওয়ানডে দিয়ে। ৮ এবং ১১ জানুয়ারি যথাক্রমে বাকি দুটি ওয়ানডে ম্যাচ হবে। এরপর ১৪, ১৬ ও ১৮ জানুয়ারি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি লড়বে দুই দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post