নিজস্ব প্রতিবেদকঃ বাঁচা-মরার ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল । মিরপুরের হোম অব ক্রিকেটে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস।
সেই টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল।
এই ম্যাচে বাংলাদেশ দল একাদশে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নামছে। আগের ম্যাচ হারলেও, এই একাদশের উপর আস্থা হারাচ্ছে না টিম ম্যানেজম্যান্ট।
এদিকে ইংল্যান্ড দলের একাদশে এসেছে দুটি পরিবর্তন। একাদশ থেকে বাদ পড়েছেন দুই তারকা পেসার ক্রিস ওকস ও জোর্ফ্রা আর্চার। তাদের পরিবর্তে একাদশে এসেছেন স্যাম কারান ও সাকিব মাহমুদ। ধারণা করা হচ্ছে বিশ্বকাপকে সামনে রেখে পরীক্ষা-নীরিক্ষা চালাতেই এই পরিবর্তন।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ
জস বাটলার (অধিনায়ক), জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, উইল জ্যাকস, মঈন আলি, স্যাম কারান, আদিল রশিদ, সাকিব মাহমুদ ও মার্ক উড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post