স্পোর্টস ডেস্ক:: ভুয়া নিউজ প্রচারের জন্য একাত্তর টিভির বিরুদ্ধে আইনী নোটিশ পাঠিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ক্রিকেটারের পক্ষে তার আইনজীবি শনিবার আইনি নোটিশ পাঠিয়েছেন।
ঢাকা টেস্টে নিউজিল্যান্ডের বোলিং ইনিংস চলাকালে মুশফিকুর রহিম অনাকাঙ্খিত ভাবে বলে হাত লাগান। অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউটও হন তিনি। এরপর একাত্তর টিভি ফিক্সিংয়ের অভিযোগ তুলে একটি সংবাদ প্রচার করে।
যদিও একাত্তর টিভি কর্তৃপক্ষ সমালোচনার মুখে ওই নিউজটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রত্যাহার করে নেয়। তবে এমন কাণ্ডের পর সমালোচনার ঝড় ভয়।
বিসিবি বা মুশফিকুর রহিম আইনী ব্যবস্থা না নেওয়াতেই সমালোচনা হচ্ছিলো বেশ। অবশেষে মুশফিকুর রহিম আইনী নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। নোটিশের সন্তুুষ্ট জনক জবাব না পেলে পরবর্তী আইনী পদক্ষেপে যাবেন তার আইনজীবি।
মুশফিকুর রহিমের পক্ষে তার আইনজীবি শিহাব উদ্দিন খান আইনি নোটিশ পাঠিয়ে একাত্তর টিভি কর্তৃপক্ষকে নিঃশর্ত ক্ষমা প্রর্থনা চাইতে বলা হয়েছে। নিজেদের ভুল শিকার করে পুনরায় আরেকটি সংবাদ প্রচারের জন্যও বলা হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post