স্পোর্টম ডেস্ক:: আগেই সৌদীর ফুটবলের প্রেমে পড়েছেন পর্তুগিজ ফুটবল রাজা ক্রিস্টিয়ানো রোনালদো, ফরাসি তারকা করিম বেনজেমা ও সেনেগালের তারকা সাদিও মানে।
ইউরোপের ফুটবল ছেড়ে তারা পাড়ি জমান সৌদীর প্রো লিগে। তারকাদের মেলা বসতে যাওয়া প্রো লিগের প্রেমে পড়লেন এবার ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমারও।
পিএসজি ছেড়ে শেষ পর্যন্ত নেইমার আল হিলালেই গেলেন। আল নাসরে রোনালদো, আল ইত্তিহাদে বেনজেমা, মানেদের পর এবার আল হিলালে নেইমার। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে নেইমারকে নিজেদের খেলোয়াড় হিসেবে জানিয়েছে সৌদি প্রো লিগের দলটি। এদিকে এক ভিডিও পোস্ট করে নেইমার বলছেন, ‘আমি এখানে সৌদি আরবিয়া, আমি হিলালি।’
অবশ্য ইনজুরি প্রবণ নেইমার রোনালদো, বেনজেমার চাইতে বেতন কম পাচ্ছেন। প্রতি বছরে বেতন পাবেন ৮ কোটি ৬৪ লাখ পাউন্ড। আল নাসরে থাকা পর্তুগিজ রাজা ক্রিস্টিয়ানো রোনালদো প্রতি বছরে বেতন পান ১৭ কোটি ৭১ লাখ পাউন্ডের বেশি। এ মৌসুমেই রিয়াল ছেড়ে সৌদীতে যাওয়া করিম বেনজেমা বছরে বেতন পাবেন ১৭ কোটি ২৭ লাখ পাউন্ড।
এর আগে পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি নেইমারকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘তার মত একজন দুর্দান্ত খেলোয়াড়কে বিদায় জানানো সবসময়ই কঠিন, তিনি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াডদের একজন। প্যারিসে যেদিন তিনি এসেছিলেন তা আমি কখনই ভুলব না। গত ৬ বছরে আমাদের ক্লাবে তিনি অসামান্য অবদান রেখেছেন।’
খেলাইফি আরও বলেন, ‘তার সঙ্গে আমাদের একটি দুর্দান্ত মুহূর্ত ছিল। তিনি সবসময় আমাদের ইতিহাসের একটি বড় অংশ হয়ে থাকবেন। আমি নেইমার এবং তার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। তার ভবিষ্যৎ শুভ হোক সেই কামনা করি।’
২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি ২২ কোটি ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখান নেইমার। তবে ছয় বছরের অধ্যায়ে ক্লাবটির প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। পিএসজির হয়ে ছয় বছরে পাঁচটি লিগ ওয়ানসহ ১৩টি ট্রফি জেতেন। তবে কাছে গিয়েও জেতা হয়নি চ্যাম্পিয়ন্স লিগ।
এদিকে নেইমারের যোগ দেওয়ার খবর দিলেও চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করেনি আল হিলাল। তবে বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ৯০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আল হিলালের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন তিনি। গণমাধ্যমের খবর অনুযায়ী, পিএসজিতে বছরে ২ কোটি ৫০ লাখ ইউরো বেতন পেতেন নেইমার। সৌদি আরবে বছরে তিনি আয় করবেন ১৫ কোটি ইউরো। পিএসজির চেয়ে যা ছয় গুণ বেশি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post