স্পোর্টস ডেস্ক:: ক্রিকেট বোর্ডের বিশেষ ক্যাম্পে অবশেষে যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ না পাওয়া এই ক্রিকেটারকে কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিশেষ ক্যাম্পে ডেকেছিলো ক্রিকেট বোর্ড।
তবে শুরুতে মাহমুদউল্লাহ সেই ক্যাম্পে যোগ দেননি। এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেরই ধারণা ছিলো, তিনি অভিমানে ক্যাম্পে যোগ দিচ্ছেন না। বিসিবির ডাকে সাড়া দিচ্ছেন না দলে সুযোগ না পেয়ে।
তবে মাহমুদউল্লাহ রিয়াদের পারিবারিক সূত্র জানিয়ে ছিলো, তিনি পারিবারিক কাজে ব্যস্ত থাকায় ক্রিকেট বোর্ড থেকে ছুটি নিয়েছেন। যার কারণে ক্যাম্পে যোগ দেননি। মায়ের অসুস্থতার জন্য ময়মনসিংহে ছিলেন তিনি।
অবশেষে বুধবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির বিশেষ ক্যাম্পে যোগ দিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এশিয়া কাপ ও বিশ্বকাপ ভাবনা নিয়েই বিসিবি বিশেষ ক্যাম্প ডেকেছে। যাতে কোনো ক্রিকেটার ইনজুরি হলে, দলের জরুরী প্রয়োজনে পাইপলাইনের ক্রিকেটার যেনো প্রস্তুুত থাকেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post