স্পোর্টস ডেস্ক:: কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোট এবং মেসির কান্না হৃদয় ভেঙে দেয় সমর্থকদের। সেই চোটে দীর্ঘ দিন মাঠের বাইরে থাকতে হয় ফুটবলের সেরা তারকাকে। অবশেষে মাঠে ফিরছেন তিনি। রোববার রাতেই ময়দানি লড়াইয়ে দেখা যাবে লিওনেল মেসিকে।
ইন্টার মায়ামির কোচ নিশ্চিত করেছেন, রোববার রাতেই মাঠে নামা হচ্ছে মেসির। মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মায়ামির শুরুর একাদশে থাকবেন আর্জেন্টাইন ফুটবলের বড় তারকা লিওনেল মেসি। তাতে করে প্রায় দুই মাস পর মাঠে ফেরা হচ্ছে তার।
ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছেন শুরুর একাদশেই থাকবেন মেসি। আগামি রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মায়ামি মুখোমুখি হবে ফিলাডেলফিয়া ইউনিয়নের।
১৪ জুলাই কোপা আমেরিকার ফাইনালে চোট পান মেসি। কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর ডাগ আউটে ভেঙে পড়েন কান্নায়। শেষ পর্যন্ত তার দল কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জেতে।
মেসি ফেরার বিষয়টি নিশ্চিত করে মায়ামির কোচ জেরার্দো মার্তিনো সংবাদ সম্মেলনে বলেন “সে এখন ভালো আছে, আগামীকাল খেলার পথে আছে এবং অনুশীলনের পর আমরা তার জন্য কৌশল নির্ধারণ করব। তাকে পাওয়া যাবে।”
শুরুর একাদশে মেসি খেলতে পারেন জানিয়ে কোচ আরো বলেন, “সে শিকাগোতে যায়নি, যাতে ফিলাডেলফিয়ার বিপক্ষে কিছু মিনিট খেলতে পারে কিংবা এমনকি শুরুর একাদশেও নামতে পারে।”
মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৭ ম্যাচে ১৮ জয় ও ৫ ড্রয়ে ৫৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে মায়ামি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০