স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি লড়তে যাচ্ছে দুই ভাইয়ের দল হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স ও ক্রুণাল পান্ডিয়ার লখনৌ সুপার জায়ান্টস। গুজরাটের ঘরের মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়।
সেই ম্যাচের টস হয়েছে ইতিমধ্যে। আর সেই টস জিতেছেন লখনৌ সুপার জায়ান্টস অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাটিং করতে নামছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স।
এই ম্যাচে দুই দলই নিজেদের একাদশে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। এর মধ্যে সবচেয়ে বড় খবর লখনৌর একাদশে সুযোগ পেয়েছেন কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি এই উইকেটরক্ষক ব্যাটার আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নামছেন। লখনৌর আগের দশ ম্যাচে সুযোগ হয়নি। বেঞ্চ গরম করেই কাটাচ্ছিলেন আইপিএল।
মূলত প্রথম দুই ম্যাচ জাতীয় দলের কারণে সুযোগ হয়নি। কিন্ত, তার পরিবর্তে সুযোগ পাওয়া কাইল মায়ার্স পারফর্ম করে একাদশে জায়গা ধরে রাখেন। এতে করে বাকি ম্যাচগুলোতেও সুযোগ হয়নি ডি ককের। অবশেষে সেই সুযোগ এসেছে। ডি কক একাদশে বাদ পড়েছেন আফগানিস্তানের পেসার নাভীন উল হক।
এদিকে গুজরাটের একাদশেও পরিবর্তন এসেছে। দলটির পেসার জস লিটল আয়ারল্যান্ডের হয়ে বাংলাদেশের সাথে সিরিজ খেলতে উড়াল দিয়েছেন ইংল্যান্ডে। তার পরিবর্তে একাদশে এসেছেন শুভমান গিল। গেল ম্যাচে ইমপ্যাক্ট সাব হিসেবে খেলেছেন এই তারকা ওপেনার।
এই ম্যাচে আগে ব্যাট করায় দল, মূল একাদশে ফিরেছেন। ব্যাটিং ইনিংসে আপাতত তিন বিদেশি নিয়ে খেলবে গুজরাট। তবে বোলিং ইনিংসের সময় ক্যারিবিয়ান পেসার আলঝারি জোসেপকে ইমপ্যাক্ট সাব হিসেবে খেলানোর ঘোষণা দিয়েছে দলটি।
লখনৌ সুপার জায়ান্টস একাদশ
ক্রুণাল পান্ডিয়া (অধিনায়ক), কুইন্টন ডি কক, কাইল মায়ার্স, দীপক হুদা, মার্কাস স্টোয়নিস, , নিকোলাস পুরান, স্বপ্নীল সিং, যশ ঠাকুর, মহসিন খান, আভেশ খান ও রবি বিষ্ণুই।
গুজরাট টাইটান্স একাদশ
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা, শুভমান গিল, অভিনব মনোহর, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেভাটিয়া, রশিদ খান, নূর আহমেদ, মোহাম্মদ শামি ও মোহিত শর্মা।
ইমপ্যাক্ট সাব- আলঝারি জোসেপ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post