স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তান ম্যাচের মতো ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ব্রেক-থ্রু এনে দিলেন সাকিব আল হাসান। ইংলিশদের তাণ্ডবলীলার সময়ে জনি বেয়ারস্টোকে ফেরালেন বোল্ড করে। দলীয় ১১৫ রানে প্রথম উইকেট হারাল ইংল্যান্ড।
শততম ওয়ানডে খেলতে নামা বেয়ারস্টো শুরুটা একটু ধীরেই করেছিলেন। তবে ৫৪ বলেই ৫০ ছুঁয়ে ফেলেন তিনি। এরপর সাকিবের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ইনিংস বড় করতে পারেন নি ডানহাতি এই ব্যাটার। আউট হয়েছেন ৫৯ বলে ৫২ রান করে। ইংল্যান্ডের ওপেনিং জুটি ভেঙেছে ১১৫ রানে।
১১৬ রানে প্রথম উইকেট পতনের পর তিন নম্বরে নামলেন জো রুট। অন্য প্রান্তে ৪৮ বলে ৬১ রান করা মালান। এর আগে ক্যারিয়ারে ষষ্ঠ ফিফটি হাঁকাতে তিনি মেরেছেন সাতটি চার ও দুটি ছক্কা। আউট হওয়া বেয়ারস্টোর ইনিংসটি সাজানো ছিল ৮ চারে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post