স্পোর্টস ডেস্ক:: ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বয়সের কোটা ছুঁয়েছে ৩৮। অনেকেই বলছেন, এবারের টি-২০ বিশ্বকাপের পরপরই ভারতের জার্সি খুলে রাখবেন তিনি। যুক্তরাষ্ট্র-ক্যারিবিয়ান দ্বীপেই খেলবেন শেষ বিশ্বকাপ।
তবে রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন, তিনি এখনই অবসর নিচ্ছেন না। দেশের জার্সিতে খেলতে চান আরো কিছু দিন। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া গর্বের। সম্প্রতি একটি রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের অধিনায়ক তার এমন ভাবনার কথা জানান।
এক যুগ ধরে আইসিসির বৈশ্বিক আসরের শিরোপা জিততে পারেনি ভারত। গত বছর ঘরের মাঠেও ব্যর্থ হয় শিরোপা প্রত্যাশী দলটি। এবার তাই আইসিসির সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে নজর ভারতের।
অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে ওই সাক্ষাৎকারে রোহিত বলেছেন, ‘১৭ বছর ধরে (আন্তর্জাতিক ক্রিকেটে) খেলছি, এটা একটা চমৎকার যাত্রা। আমার আশা আরও কয়েক বছর খেলতে পারব এবং বিশ্ব ক্রিকেটে প্রভাব রাখতে পারব।’
ভারতের হয়ে খেলা সবচেয়ে বড় সম্মানের জানিয়ে রোহিত আরো বলেন, ‘দেশের হয়ে অধিনায়কত্ব করা সবচেয়ে বড় সম্মানের ব্যাপার। কখনোই ভাবিনি আমার জীবনে এমন কিছু আসবে, একদিন আমি নেতৃত্ব দেব। তবে লোকে বলে, ভালো মানুষের সঙ্গে নাকি ভালো কিছুই হয় (হাসি)।’
বিশ্বকাপের শিরোপা জিততে চান জানিয়ে ভারত অধিনায়ক বলেন, ‘ভারতের অধিনায়ক হওয়ার পরই আমি সবাইকে একই পথে পরিচালনা করতে চেয়েছি। আমার মনে হয়, দলীয় খেলাটা এভাবেই খেলা উচিত। এটা ব্যক্তিগত মাইলফলক, ব্যক্তিগত পরিসংখ্যান ও লক্ষ্য পূরণের খেলা নয়। ১১ জন মিলে দলকে কোথায় নিয়ে যেতে পারি; কীভাবে ট্রফি জিততে পারি, সেটাই মুখ্য।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post