স্পোর্টস ডেস্ক:: টেনিস তারকা রাফায়েল নাদাল অবসরের ঘোষণা দিয়েছেন। এ বছরের নভেম্বরে শেষ বারের মতোন তিনি টেনিস কোর্টে নামবেন। এরপর টেনিসের মহা তারকাকে আর দেখা যাবে না টেনিসের কোর্টে। ২০০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টেনিসের কোর্টে রাজত্ব করা এই রাজা থামার ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার।
গত কয়েক বছর ধরে পিঠ ও উরুর চোটে ভোগছেন নাদাল। যেটা শেষ পর্যন্ত ইতি টেনে দিয়েছে তার ক্যারিয়ারে। চোটের কাছে হার মেনে প্রিয় টেনিসকে বিদায় জানানোর প্রস্তুুতি নিচ্ছেন তিনি। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বলেছেন, স্পেনের হয়ে ডেভিস কাপ খেলার পর প্রিয় টেনিসকে বিদায় জানাবেন।
সবশেষ দুই বছর টেনিসর মাঠে যতটা না ছিলেন, তার চেয়ে বেশি সময় লড়াই করেছেন চোটের সঙ্গে। নাদালের কাছে মনে হয়েছে এই চোটের শেষ নেই। তাই ক্যারিয়ার শেষের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চোটের কাছে হার মেনেই টেনিসকে বিদায় বলতে হলো ২২টি গ্র্যান্ড স্লামজয়ী নাদালকে।
বিদায়ী ভিডিও বার্তায় নাদাল বলেছেন, ‘বাস্তবতা হচ্ছে যে কয়েকটি বছর খুব কঠিন কেটেছে, বিশেষ করে সর্বশেষ দুটি বছর।’ নাদাল এরপর যোগ করেন. ‘আমার মনে হয় (চোটের কারণে শারীরিক) কিছু সীমাবদ্ধতা নিয়েই আমাকে খেলতে হয়েছে। এটা (অবসরের ঘোষণা) নিঃসন্দেহে কঠিন একটি সিদ্ধান্ত। এ কারণেই সিদ্ধান্ত নিতে আমার সময় লেগেছে। কিন্তু এ জীবনে সবকিছুরই শুরু আর শেষ আছে। ’
চোটের কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে এ বছরের শুরুতে মাঠে ফিরেন তিনি। ফিরেই আবারো ঊরুর চোটে পড়েন। ইউরোপিয়ান ক্লে কোর্টের চলতি মৌসুমে ফ্রেঞ্চ ওপেনসহ নাদাল চারটি টুর্নামেন্ট খেলেন। কিন্তু চোটজর্জর তারকা ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যান। এরপর অংশগ্রহণ করেছেন রোলাঁ গারোতে বাস্তাদ ও অলিম্পিক গেমস। চোটের সঙ্গে লড়াই করে এসব টুর্নামেন্টে খেলেছেন তিনি।
২০০১ থেকে ২০২৪, ২৩ বছরের ক্যারিয়ারে রাফায়েল নাদাল ২২টি গ্র্যান্ড স্লাম জিতেছেন, এর মধ্যে সবচেয়ে বেশি ১৪টি জিতেছেন ফ্রেঞ্চ ওপেনে। সব ধরণের টুর্নামেন্ট মিলিয়ে ক্যারিয়ারে সর্বমোট ৯২টি শিরোপা জিতেছেন এই তারকা। লম্বা ক্যারিয়ারে রজার ফেদেরার আর নোভাক জোকোভিচের সঙ্গে যেসব ধ্রুপদি দ্বৈরথ উপহার দিয়েছেন, টেনিসের ইতিহাসে স্বর্ণাঙ্করে লেখা থাকবে তা।
চোটে জর্জর না হলে রাফায়ের নাদাল রেকর্ড গ্র্যান্ড স্লাম জেতার চেষ্টা করতেন। রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্লাম জেতা জোকোভিচ এখনো খেলে চলেছেন। পুরুষদের গ্র্যান্ড স্লামের এককে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডটি এক সময় ছিল নাদালেরই। তবে চোটের কারণে সেই তকমা হারান তিনি। জোকোভিচের কাছে হাতছাড়া হলেও অখুশি ছিলেন না তিনি। বলেন, ‘আমি মনে করি, যতটা ভেবেছিলাম, তার চেয়ে লম্বা আর বেশি সাফল্যময় ক্যারিয়ার শেষ করার এটাই সঠিক সময়।’
সকলে ধন্যবাদ জানিয়ে অবসরের ঘোষণার নাদাল বলেন, ‘আমি যা পেয়েছি, এর জন্য নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। আমি পুরো টেনিস ইন্ডাস্ট্রিকে ধন্যবাদ জানাতে চাই। এই খেলার সঙ্গে সম্পৃক্ত সব মানুষ, আমার সহখেলোয়াড়, বিশেষ করে আমার তীব্র প্রতিদ্বন্দ্বীদের ধন্যবাদ জানাই। আমি আমার ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০