স্পোর্টস ডেস্ক:: ভারতের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না রচিবন্দ্রন অশ্বিনকে। ভারতের এই ক্রিকেটার জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। ড্রেসিং রুমে বসে অশ্বিন যখন এমন সিদ্ধান্ত জানান দিচ্ছিলেন, সতীর্থ বিরাট কোহলি জড়িয়ে ধরে কেঁদে ফেলেনে। ব্রিসবেনে তৃতীয় টেস্ট শেষ হওয়ার পরেই নিজের সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি। পাঁচ ম্যাচের এই সিরিজের বাকী দুই ম্যাচ অশ্বিনকে ছাড়াই খেলতে হবে ভারতকে।
ব্রিসবেনে খেলা শেষে অধিনায়ক রোহিতের সঙ্গে সংবাদ সম্মেলনে আসেন অশ্বিন। সাংবাদিকদের তিনি বলেন, “আমার এখানে আসার কথা ছিল না। কিন্তু একটা কথা সবাইকে জানানোর জন্য এসেছি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি।”
বুধবার ব্রিসবেনে ভারতের দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার পরেই বৃষ্টি নামে। বৃষ্টিতে খেলা বন্ধের সময় দেখা যায় ড্রেসিং রুমে বসে রয়েছেন অশ্বিন। তার পাশে বসে আছেন কোহলি। অশ্বিন তাঁকে কিছু একটা বলছেন। তার পরেই দেখা যায়, অশ্বিনের চোখে জল। তাঁকে জড়িয়ে কাঁদেন কোহলি নিজেও। তার পরেও বেশ কিছু ক্ষণ দু’জনকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। সেই সময় অশ্বিনের কাঁধে ছিল কোহলির হাত। কোহলি সেখান থেকে উঠে যাওয়ার পরে কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও কথা বলতে দেখা যায় অশ্বিনকে।
সাদা পোশাকে ভারতের হয়ে ১০৫টি ম্যাচে ৫৩৭টি উইকেট নিয়েছেন তিনি। এক ইনিংসে ফাইফার ৩৭ বার।ব্যাট হাতে ভারতকে সাপোর্ট দিয়েছেন সাদা পোশাকে। করেছেন ৩৪৭৪ রানও । আছে ছয় সেঞ্চুরির সঙ্গে চৌদ্দ হাফ সেঞ্চুরি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও সর্বাধিক উইকেট শিকারী বোলার তিনি।
তবে নিউজিল্যান্ড সিরিজ থেকেই অশ্বিনকে চেনা রূপে দেখা যাচ্ছিলো না। অ্যাডিলেড টেস্ট ছাড়া বাকি দুই টেস্টে প্রথম একাদশে জায়গা পাননি তিনি। সেখানে মাত্র একটি উইকেট পান। এমন বিবর্ণ সময়ে অবসরের সিদ্ধান্ত নিলেন অনিল কুম্বলের পর ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০