স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়হাব রিয়াজ। পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার বিষয়টি নিজে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছেন বিষয়টি। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন।
সবশেষ দুই বছর আগেই নিজের অবসরের পরিকল্পনা সেরে ফেলেন ওয়াহাব রিয়াজ। তিনি ২০২৩ সালকেই লক্ষ্য করেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের জন্য। আর সেটাই করেছেন। বিদায় বেলায় জানিয়েছেন, পাকিস্তানের জার্সিতে প্রতিনিধিত্ব করা তার জন্য কতটা সম্মানের ছিল। এখন পুরোপুরি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোনিবেশ করবেন। বিশ্বের বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াতে চান।
অবসর প্রসঙ্গে ওয়হাব রিয়াজ বলেন, ‘আমি গত দুই বছর ধরে আমার অবসরের পরিকল্পনার কথা বলে আসছি, যে ২০২৩ সাল আমার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার লক্ষ্য। আমি এখন আগের চেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি যে, আমি আমার দেশ এবং জাতীয় দলকে যথাসাধ্য সেরাটা দিয়েছি।’
পাকিস্তানের জার্সিতে বিদায় নেওয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন পথচলা শুরু করা প্রসঙ্গে ওয়াহাব রিয়াজের ভাষ্য, ‘আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা একটি সম্মান ও সৌভাগ্যের বিষয়। আমি এই অধ্যায় থেকে বিদায় নিচ্ছি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একটি নতুন অধ্যায় শুরু করতে পেরে আমি রোমাঞ্চিত, যেখানে আমি বিশ্বের সেরা প্রতিভাদের সাথে প্রতিযোগিতা করার সময় দর্শকদের বিনোদন ও অনুপ্রেরণা করার আশা করছি।’
৩৮ বছর বয়সী ওয়াহাব রিয়াজ পাকিস্তানের হয়ে ২৭ টেস্ট, ৯১ ওয়ানডে ও ৩৬ টি-টোয়েন্টিতে মাঠ মাতিয়েছেন। এর মধ্যে টেস্টে ৮৩, ওয়ানডেতে ১২০ ও টি-টোয়েন্টিতে ৩৪ উইকেট শিকার করেছেন। সবশেষ ২০২০ সালের ২০ ডিসেম্বর হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন পাকিস্তানের জার্সিতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post