স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টিনার বিপক্ষে কাতার বিশ্বকাপের ফাইনালই ফ্রান্সের জার্সিতে শেষ ম্যাচ হয়ে থাকল হুগো লরিসের। ফাইনাল হারের এক মাস না যেতেই জাতীয় দলকে বিদায় বললেন এই গোলরক্ষক। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স আর পাবে না অভিজ্ঞ এই গোলরক্ষকের সার্ভিস। সোমবার অবসরের কথা নিজেই জানিয়েছেন লরিস।
জাতীয় দলে না খেললেও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন লরিস। টানা ১৪ বছর ফ্রান্সের গোলবার প্রহরা দিয়েছেন তিনি। একবার বিশ্বকাপ জিতেছেন, আর একবার রানার্স আপ হয়েছেন। অবসর প্রসঙ্গে লরিস জানিয়েছেন, এটাই বিদায় নেওয়ার সেরা সময়। ফ্রান্স দল আন্তর্জাতিক ফুটবলে ফিরবে আগামী মার্চে। তার আগে তার বদলি গোলরক্ষক বেছে নেওয়ার সময় পাবেন কোচ দিদিয়ের দেশম।
ফ্রান্সের জার্সিতে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড লরিসেরই। ১৪৫ ম্যাচে ফ্রেঞ্চদের প্রতিনিধিত্ব করেছেন তিনি। বিশ্বকাপ জেতার পাশাপাশি ইউরো কাপের ফাইনাল খেলেছিলেন টটেনহ্যামের এই গোলরক্ষক। কিন্তু ঘরের মাঠে ফাইনালে পর্তুগালের কাছে হেরে যেতে। আন্তর্জাতিক ক্যারিয়ারে লরিস জিতেছেন উয়েফা নেশনস লিগও।
ফ্রান্সের হয়ে লরিস খেলেছেন রেকর্ড ১৪৫ ম্যাচ। যার মধ্যে ১২২ ম্যাচে ছিলেন দলটির অধিনায়ক। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের আসরে তার নেতৃত্বে বিশ্বকাপ জিতে ফ্রান্স। যদিও কাতারে তা ধরে রাখতে পারেননি। লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া হয় ফরাসিদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post