স্পোর্টস ডেস্কঃ ক্যারিয়ার কার্যত অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। তবুও আশায় ছিলেন, অন্তত ডাক পাবেন আরেকবার। তবে সেই সুযোগ হয়নি। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন সোহেল তানভীর। অদ্ভূত অ্যাকশনের এই বাঁহাতি পেসার অবসরের ঘোষণা দিয়েছেন আনুষ্ঠানিকভাবে।
সামাজিক যোগা্যোগ মাধ্যমে এক বার্তায় নিজের অবসরের কথা জানান তানভীর। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ৩৮ বছর বয়সী ক্রিকেটার। এসময় ধন্যবাদ জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।
তিনি বলেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নিচ্ছি এবং আগামী ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে থাকব। আমাকে দেশের হয়ে খেলার সুযোগ দেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ।’
জাতীয় দলের হয়ে ২০০৭ সালে অভিষেক হয়েছে তানভীরের। সবশেষ ২০১৭ সালের মাঝামাঝি সময়ে খেলেছিলেন। সব মিলিয়ে ওয়ানডেতে ৬২টি ওয়ানডে। ৫৭টি টি-টোয়েন্টি ও ২টি টেস্ট ম্যাচ খেলেছেন তানভীর। এর মধ্যে ওয়ানডেতে ৭১, টি-টোয়েন্টিতে ৫৪ ও টেস্টে ৫ উইকেট শিকার করেছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post