স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট পাড়ায় গেল ক’দিন ধরেই আলোচনার বড় এক ইস্যু ছিল বেন স্টোকসের আন্তর্জাতিক ওয়ানডেতে ফেরা। বিশ্বকাপকে সামনে রেখে আবারও ফিরবেন এই অলরাউন্ডার, সেটা জোরেশোরেই কানাঘোষা চলছিল ক্রিকেট পাড়ায়। অবশেষে আনুষ্ঠানিক রূপ পেল বিষয়টি।
অবসর ভেঙে ওয়ানডে ক্রিকেটে ফিরে এসেছেন স্টোকস। এই তারকা অলরাউন্ডার ডাক পেয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে। বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আলাদা আলাদা করে দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আর সেই ঘোষিত দলে ওয়ানডে ফরম্যাটে রাখা হয়েছে স্টোকসকে। স্টোকসের ফেরার খবরটি নিশ্চিত করেছে ইসিবি। তবে রাখা হয়নি টি-টোয়েন্টি সিরিজের দলে। ধারণা করা হচ্ছে ধকল বেশি হয়ে যাবে বিবেচনায়, এই ফরম্যাটে বিশ্রাম দেওয়া হয়েছে। এমনিতেই চোট সমস্যা আছে স্টোকসের।
আগামী ৩০ আগস্ট চেস্টার লি সিডে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সিরিজ। এরপর ১ সেপ্টেম্বর ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। আর ৩ ও ৫ সেপ্টেম্বর যথাক্রমে বার্মিংহ্যাম ও নটিংহ্যামে লন্ডনে চার ম্যাচ সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।
এরপর কার্ডিফে ৮ সেপ্টেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। ১০ সেপ্টেম্বর, সাউদাম্পটনে হবে দ্বিতীয় ওয়ানডে। আর ১৩ ও ১৫ সেপ্টেম্বর লন্ডনে হবে সিরিজের শেষ দুই ওয়ানডে ম্যাচ।
নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে দল
জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড ও ক্রিস ওকস।
নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল
জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জশ টাং, জন টার্নার ও লুক উড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post