স্পোর্টস ডেস্ক:: ইংলিশ প্রিমিয়ার লিগ অঘটন প্রায়ই ঘটে। টেবিল টপাররা হেরে যান তলানির দলের কাছে। তেমনি একটি হারের মুখে পড়েছিলো আর্সেনাল। অবনমনের শঙ্কায় থাকা বোর্নমাউথের বিপক্ষে হারতে যাচ্ছিলো দলটি। শেষ ১১ ম্যাচে একটির বেশি ম্যাচ জিততে পারেনি যে বোর্নমাউথ তারাই হারিয়ে দিচ্ছিলো শিরোপার দৌড়ে সবার উপরে থাকা আর্সেনালকে।
২-০ গোলে পিছিয়ে পড়া আর্সেনাল অবিশ্বাস্য ভাবে ঘুরে দাঁড়িয়েছে। শেষ মুহুর্তের গোলে তুলে নিয়েছে দারুণ এক জয়ও। আট মিনিটে দুই গোল শোধ দেয় দলটি। রেফারি ম্যাচের ইতি টানার আগা মুহূর্তে বোর্নমাউথের জালে বল পাঠিয়ে নিশ্চিত করে জয়। দ্বিতীয়ার্ধে বদলী নামা দুই তারকার গোলে শেষ পর্যন্ত পয়েন্ট বাঁচিয়ে মাঠ ছাড়তে পারে দলটি।
ম্যাচে একচেটিয়া খেলেছে আর্সেনাল। তবে প্রথমার্ধে কাজের কাজ কিছুই হয়নি। গোলের খেলায় প্রথমার্ধেই লিড নেয় বোর্নমাউথ। আক্রমণের পর আক্রমণ করে আর্সেনাল গোলেরই দেখা পাচ্ছিলো না। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরো বাড়িয়ে নেয় অবনমনের শঙ্কায় থাকা দলটি। এরপরই ঘুরে দাঁড়ানোর গল্প লিখে আর্সেনাল। আট মিনিটে দুই গোলের সঙ্গে শেষ সময়ে দুর্দান্ত এক গোলে ৩-২ গোলের জয় দলটির।
ম্যাচের শুরুতেই ফিলিপ বিলিংয়ের গোলে লিড নেয় বোর্নমাউথ। মিনিট খানেকের মধ্যে ১-০ গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে আর্সেনাল আর ঘুরে দাঁড়াতে পারেনি। এগিয়ে থেকেই বিরতিতে যায় বোর্নমাউথ।
দ্বিতীয়ার্ধে আর্সেনাল যখন ম্যাচে ফিরতে মরিয়া, বোর্নমাউথ দিয়ে বসে আরো এক গোল। দুর্দান্ত খেলা আর্সেনালকে হতাশ করে দেয় দলটি। ম্যাচের ৫৭তম মিনিটে আর্জেন্টাইন তারকা মার্কোস সেনেসি ব্যবধান করেন ২-০। হারের শঙ্কায় থাকা আর্সেনাল ব্যবধান কমায় মিনিট তিনেক পরেই। ৬০তম মিনিটে টমাস পার্টির গোলে ২-১ করে দলটি।
ব্যবধান কমানোর মিনিট আটেক পরেই সমতায় ফেরে টেবিল টপাররা। দ্বিতীয়ার্ধে বদলী নামা ইংলিশ তারকা বেন হোয়াইট ম্যাচের ৭০তম মিনিটে স্কোর লাইন ২-২ করে। সমতায় শেষের পথে এগুনো ম্যাচে অন্তিম সময়ে বদলী নামা আরেক তারকা
রেইস নেলসন পয়েন্ট বাঁচান। যোগ করা সময়ের ৭ম মিনিটে ব্যবধান ৩-২ করেন নেলসন। তাতেই স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
এই জয়ে ২৬ ম্যাচে ২০ জয়ে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে আর্সেনাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post