স্পোর্টস ডেস্কঃ রেকর্ডগড়া জয়ে ওয়ানডে বিশ্বকাপ শুরু করল নিউজিল্যান্ড। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বড় জয় পেয়েছে কিউইরা। আহমেদাবাদে আগে ব্যাট করে ২৮২ রান করে ইংল্যান্ড। রান তাড়ায় ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রের রেকর্ডগড়া জুটিতে ৯ উইকেটের জয় পায় তাসমান সাগরপাড়ের দেশটি। দুই বাঁহাতি ব্যাটারের সেঞ্চুরিতে ৮২ বল হাতে রেখে জয় পায় তারা।
এরপর কনওয়ে ও তিনে নামা রবীন্দ্র সেঞ্চুরি করে ২৭৩ রানের রেকর্ড জুটি গড়ে দলকে জয় এনে দেন। ওপেনার কনওয়ে খেলেন ১২১ বলে ১৫২ রানের বিধ্বংসী ইনিংস। এই ব্যাটার ১৯টি চার ও তিনটি ছক্কা হাঁকান। তিনে ব্যাট করতে নেমে তরুণ অলরাউন্ডার রবীন্দ্র ১২৩ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ৯৬ বলে সাজানো ইনিংসে ১১টি চার ও পাঁচটি ছক্কার শট ছিল। দুজনের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ২৭৩ রান, বিশ্বকাপে যা নিউজিল্যান্ডের রেকর্ড।
বল হাতে ১ উইকেট ও ব্যাট হাতে সেঞ্চুরির সুবাদে ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন উঠতি তারকা রবীন্দ্র। ম্যাচ শেষে তরুণ এই অলরাউন্ডার জানালেন অবিশ্বাস্য লাগছে তাঁর। রবীন্দ্র বলেন, ‘অনেক সময়ই এমন অবিশ্বাস্য কিছু হয়। দারুণ দিন গেল। বোলাররা ভালো বল করেছে আর কনওয়ে (ইনিংসের) শেষ পর্যন্ত ছিলেন। কনওয়ের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি, আমরা খুবই ভালো বন্ধু। তাই আমার ব্যাট করতে কিছুটা সহজ হয়েছে। তার সঙ্গে কথা হয়েছে অনেক (ব্যাটিংয়ের সময়)। ব্যাটিংয়ের জন্য ভালো ছিল উইকেট। কিছুটা হায়দ্রাবাদের পিচের মতো, যেখানে প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post