স্পোর্টস ডেস্ক:: ক্লাব রাখতে চেয়েছিলো, তবে মেসি চলে গেছেন। যাওয়ার সময় কিলিয়ান এমবাপেকেও ক্লাব ছাড়ার পরামর্শ দিয়েছেন। পিএসজি কর্মকর্তারা তাই অভিমানীই ছিলেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়কের উপর।
এমন অবস্থায় লিওনেল মেসির ৩৬তম জন্মদিন আজ। জন্মদিনে পিএসজি মেসিকে শুভেচ্ছা জানায় কিনা সেটি নিয়েই আলোচনা ছিলো। তবে সব অভিমান ভুলে ফরাসি জায়ান্টরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ক্লাবের সাবেক তারকাকে।
বার্সেলোনা থাকা পিএসজিতে যাওয়া মেসি চুক্তি নবায়ন করেননি। প্যারিস ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে দেখা যাবে আর্জেন্টাইন তারকাকে। নিজে ক্লাব ছেড়েছেন, বড় কিছু অর্জনের জন্য সতীর্থ এমবাপেকেও বড় ক্লাবে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
এমন তিক্ততা ভুলে পিএসজি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে লিওনেল মেসিকে। এক ভিডিও পোস্টে সাবেক তারকার প্রতি শুভ কামনাও জানিয়েছে দলটি।
আমেরিকার লিগে আগামি ২১ জুলাই অভিষেক হবে মেসির। লিগ কাপের ম্যাচে মেক্সিকোর দল ক্রুজ আজুলের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post