স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে রয়েছে ৫ জন নতুন মুখ। দল থেকে বাদ পড়লেন মঈন আলী, জনি বেয়ারস্টো ও ক্রিস জর্ডান। সিনিয়র তিন খেলোয়াড় বাদ পড়ায় দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা পাঁচ ক্রিকেটার জর্ডান কক্স, ড্যান মৌসলি, জশ হাল, জন টার্নার ও জ্যাকব বেথেল।
টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১১ সেপ্টেম্বর। আর ১৯ সেপ্টেম্বর শুরু ওয়ানডে সিরিজ। ওয়ানডে দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে জো রুটকে। হ্যারি ব্রুক, ম্যাথু পটস, গাস আটকিনসন এবং জেমি স্মিথরা থাকছেন ওয়ানডে স্কোয়াডে। দুই সিরিজের দলেই আছেন আর্চার, কার্স, বেথেল, হাল, উইল জ্যাকস, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি এবং টার্নার। এদিকে টি-টোয়েন্টি দলে নেই হ্যারি ব্রুক, ম্যাথু পটস, গাস আটকিনসন এবং জেমি স্মিথের মতো ক্রিকেটাররা।
ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: জস বাটলার, জফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, সাম কারেন, জশ হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মেহমুদ, ড্যান মৌসলি, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি ও জন টার্নার।
ইংল্যান্ড ওয়ানডে দল: জস বাটলার, জফরা আর্চার, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, বেন ডাকেট, গাস আটকিনসন, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, জন টার্নার ও জেমি স্মিথ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০