স্পোর্টস ডেস্ক:: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে হার এড়ানোর লড়াই করছে ভারত। এরই মধ্যে ভারতীয় দলের নির্বাচকেরা অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করে ফেলেছেন। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অজি সফরে যাবে রেহিত শর্মা-বিরাট কোহলিরা। এই সফরের দলে ভারতীয় নির্বাচকেরা অভিষেকের অপেক্ষায় থাকান তিন ক্রিকেটারকে দলে নিয়েছেন।
তবে দীর্ঘ অপেক্ষার পরও দলে ফেরা হয়নি পেসার মোহাম্মদ শামির। চোটে থাকা এই পেসারের দলে ফেরার অপেক্ষা আরো বাড়লো। গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই দলে নেই শামি। দীর্ঘ পুর্নবাসন প্রক্রিয়ায় আছেন তিনি। বোর্ডার-গাভাস্কার ট্রফির জন্য দলে আসার চেষ্টা করছিলেন। তবে চোট থেকে সেরে উঠলেও পুরোপুরি ফিট না হওয়ায় নির্বাচকেরা তাকে বিবেচনা করেননি।
ভারতের অস্ট্রেলিয়া সফরে অভিষেকের অপেক্ষায় থাকা তিন ক্রিকেটার হলেন ওপেনার আভিমান্যু ইশ্বরন, অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি ও পেসার হার্শিত রানা। ইশ্বরনের অভিষেকের সম্ভাবনা বেশি। কেননা সিরিজের প্রথম দু’একটি টেস্ট নাও খেলতে পারেন রোহিত শর্মা। ব্যক্তিগত কারণে ছুটিতে থাকবেন তিনি। ফলে ইনিংস উদ্বোধনে দেখা যেতে পারে এই ওপেনারকে।
বিসিসিআইয়ের নির্বাচকেরা ১৮ সদস্যের দল দিয়েছেন। দলে ফিরেছেন পেসার প্রাসিধ কৃষ্ণা। চোটের জন্য দল থেকে বাদ পড়েছেন কুলদিপ ইয়াদাভ ও আকসার প্যাটেল। দলের বাইরে থাকা শামি দলে ফেরার জন্য সব রকমের চেষ্টাই করছিলেন। গত রোববার ভারত-নিউ জিল্যান্ড বেঙ্গালুরু টেস্ট শেষ হওয়ার পর মূল উইকেটে লম্বা সময় বোলিং অনুশীলন করে বলে ছিলেন, তিনি ব্যাথামূক্ত ভাবে বোলিং করতে পেরেছেন। অজি সরিজের আগে রাঞ্জি ট্রফিতে একটি-দুটি ম্যাচ খেলতে চেয়ে ছিলেন। তবে তার আগেই নির্বাচকেরা দল ঘোষণা করে দিলেন।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স নির্বাচকদের নজর করেছেন ওপেনার ইশ্বরন।দুলিপ ট্রফিতে তিনি দু’টি করেছেন। তার একটি আবার দেড়শো উর্ধ্ব ইনিংসের। ইরানি ট্রফিতে প্রায় ডাবল সেঞ্চুরি করে ফেলছিলেন। ১৯০’র পেরিয়েই কাটা পান। রাঞ্জি ট্রফিতেও করে ছিলেন সেঞ্চুরি। রান বন্যার পুরস্কার পেলেন অজি সফরের দলে এসে।
নির্বাচকেরা দলে স্পিনিং অলরাউন্ডার নিয়েছেন তিন জন। রাভিচান্দ্রান অশ্বিন, রাভিন্দ্রা জাদেজা ও ওয়াশিংটন সুন্দাররা আছেন দলে। দলে পেস বোলিং অলরাউন্ডার শুধু নিতিশ। স্কোয়াডে আছেন নিতিশ, হার্শিত ও প্রাসিধ। ঘরের মাঠে ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে রিজার্ভ দলে থাকলেও অস্ট্রেলিয়া সিরিজে মূর দলে সুযোগ পেয়ছেন তারা। আগামি ২২ নভেম্বর পার্থে শুরু হবে দুই দলের টেস্ট সিরিজ। তার আগে ভারত ‘এ’ দল অস্ট্রেলিয়া তিন দিনের প্রস্তুুতি ম্যাচ খেলবে।
ভারত টেস্ট দল: রোহিত শার্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), ইয়াসাসভি জয়সওয়াল, আভিমান্যু ইশ্বরন, শুবমান গিল, ভিরাট কোহলি, লোকেশ রাহুল, রিশাভ পান্ত, সারফারাজ খান, ধ্রুব জুরেল, রাভিচান্দ্রান অশ্বিন, রাভিন্দ্রা জাদেজা, মোহাম্মাদ সিরাজ, আকাশ দিপ, প্রাসিধ কৃষ্ণা, হার্শিত রানা, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দার
রিজার্ভ: মুকেশ কুমার, নাভদিপ সাইনি, খালিল আহমেদ
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০