স্পোর্টস ডেস্ক:: চেলসিতে যোগ দিয়ে এক মৌসুমেই সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন কোল পারমার। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ছেড়ে চলতি মৌসুমেই চেলসিতে যান এই তারকা।
নতুন ক্লাবে যোগ দিয়ে অভিষেক মৌসুমেই আলো কেড়েছেন। দুর্দান্ত পারফর্মের পুরস্কারও পেলেন তিনি। মঙ্গলবার স্ট্যামফোর্ডে জমকালো ‘সিএফসি অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠানে চেলসি জানিয়েছে, তাদের বর্ষসেরা ফুটবলার হয়েছেন পালমোর।
চেলসির জার্সিতে নিজেকে নতুন করে চিনিয়েছেন এই তারকা। চলতি মৌসুমে ৪৫টি ম্যাচ খেলেই গোল করেছেন ২৬টি। যার মধ্যে আবার প্রিমিয়ার লিগেই ২১টি। আছে ১৩টি অ্যাসিস্টও। শীর্ষ গোলদাতাদের তালিকায় আছেন দ্বিতীয় স্থানে। তার উপরে আছেন আর্লিং হল্যান্ড।
বর্ষসেরা ফুটবলারের পাশাপাশি সতীর্থ চেলসির ফুটবলারদের ভোটে পুরুষ ফুটবলার ক্যাটাগরিতেও সেরা নির্বাচিত হয়েছেন কোল পারমার। ইতিমধ্যে ইংল্যান্ডের জার্সিতেও খেলেছেন। দুর্দান্ত এই পারফর্মের পুরস্কার হিসেবে ইউরোতেও দেখা যাবে তাকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post