স্পোর্টস ডেস্কঃ এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে ভারত। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মঙ্গলবার হার্দিক পান্ডিয়ার দল জিতেছে মাত্র ২ রানে। মুম্বাইয়ে শেষ ওভার রোমাঞ্চে পাওয়া জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা। জয়ের জন্য লঙ্কানদের দরকার ছিল ৬ বলে ১৩ রান। স্পিনার অক্ষর প্যাটেলের করা শেষ ওভারে ১১ রানের বেশি নিতে পারেন নি সফরকারীরা।
অভিষিক্ত শিবম মাভি ভারতের সফলতম বোলার। ৪ উইকেট পেয়েছেন মাত্র ২২ রান খরচ করে। অর্শদীপ সিং অসুস্থ থাকায় মাভির আজ অভিষেক হয়। আর সেটাই স্মরণীয় করে রাখলেন এই পেসার। উমরান মালিক ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে দুই উইকেট নেন। হর্ষল প্যাটেলও তুলে নিয়েছেন ২টি উইকেট, তবে ৪ ওভারে তিনি ৪১ রান খরচ করেন তিনি।
ওয়াঙ্গখেড়ে স্টেডিয়াম দলীয় ২৭ রানের মাথায় শুভমান গিলের উইকেট হারায় ভারত। বিস্ফোরক ব্যাটসম্যান সূর্যকুমার যাদব ১০ বলে ১ চারে ৭ রান করেন। সঞ্জু স্যামসন ৫ রান করে ধনঞ্জয়া ডি সিলভার বলে আউট হলে কিছুটা বিপাকে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে ইশান কিষান ও হার্দিক পান্ডিয়া হাল ধরেন। ৭৭ রানের মাথায় কিষানও আউট হন। তিনি ৩টি চার ও ২ ছক্কায় ৩৭ রান করেন। হার্দিক পান্ডিয়াকে উইকেটের পেছনে কুশাল মেন্ডিসের তালুবন্দি করে ফেরান দিলশান মাদুশঙ্ক।
এরপর দীপক হুডা ও অক্ষর ৩৫ বলে ৬৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। দীপক ২৩ বলে ১টি চার ও ৪ ছক্কায় ৪১ রানে ও অক্ষর ২০ বলে ৩টি চার ও ১ ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন। তাতে ভারত ৫ উইকেট হারিয়ে ১৬২ রানের লড়াকু সংগ্রহ পায়। বল হাতে শ্রীলঙ্কার মাদুশঙ্ক, থিকশানা, করুণারত্নে, ধনঞ্জয়া ও হাসারাঙ্গা ১টি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় শুরুতেই পথ হারায় শ্রীলঙ্কা। ৬৮ রান তুলতেই নেই ৫ উইকেট। লঙ্কান ব্যাটিংয়ে মূল আঘাতটা হানেন পেসার শিভম মাভি। দ্বিতীয় ওভারেই পাথুম নিশাঙ্কাকে দুর্দান্ত এক বলে বোল্ড করে নিজের প্রথম উইকেট নেন তিনি। এই ডানহাতি পেসারের দারুণ বোলিংয়ের পরও লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার ২৭ বলে ৪৫ রান আশা বাঁচিয়ে রাখে সফরকারীদের।
আর শেষ দিকে চামিকার ঝড়ে ম্যাচটা ভারত প্রায় হেরেই গিয়েছিল। তবে কাছাকাছি গিয়েও তরি পার করতে পারেননি এই ব্যাটার। শেষ দিকে মাত্র ১৬ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন চামিকা। তবে শেষ বলে ৪ রানের সমীকরণ মেলাতে পারেন নি তিনি। কুশাল মেন্ডিস ৫ চারে করেন ২৮ রান। এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা ১ চার ও ২ ছক্কায় করেন ২১ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post